এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লোকসভায় ধাক্কা খেতেই কি এবার আদি নেতাদের গুরুত্ব বাড়াতে শুরু করল তৃণমূল? বাড়ছে জল্পনা

লোকসভায় ধাক্কা খেতেই কি এবার আদি নেতাদের গুরুত্ব বাড়াতে শুরু করল তৃণমূল? বাড়ছে জল্পনা


 

তৃনমূলকে ক্ষমতায় এনেছিলেন যে সমস্ত ব্যক্তিরা, ক্ষমতায় আসার পর তাদের তৃণমূল ভুলেই গেছে বলে মাঝেমধ্যেই দাবি তুলতে দেখা যায় সমালোচক মহলকে। এমনকি বিগত বাম আমলে বুক ফুলিয়ে সামনের সারিতে লড়াই করা নেতাকর্মীরা ক্ষমতায় আসার পর সেই ভাবে পাদপ্রদীপে ছিলেন না বলে অভিযোগ একাংশের।

আর পুরনো নেতা-কর্মীদের দলে গুরুত্ব দেওয়ার না দেওয়ার জন্যই যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হয়েছে, তা বুঝতে পেরেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরাও। আর তাই তো লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় গলায় শোনা গেছে সেই পুরনোদের গুরুত্ব দেওয়ার কথা।

তবে এতদিন মুখে পুরোনো নেতাকর্মীদের গুরুত্ব দেওয়ার কথা বললেও, এবার বাস্তবে তা করে দেখালেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 25 শে নভেম্বর ঘোষিত রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা দেখেই সেই পুরনোদের গুরুত্ব দেওয়ার ব্যাপারটি স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, আর কিছুদিনের মধ্যেই খড়গপুর, কালিয়াগঞ্জ এবং করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। লোকসভা নির্বাচনের পরে এই উপনির্বাচন শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কাছেই আগামী বিধানসভা নির্বাচনের আগে অ্যাসিড টেস্ট। আর তাই তৃনমূল থেকে বিজেপি, প্রায় প্রত্যেকেই চাইছেন নির্বাচনে জয়লাভ করতে।

কিন্তু নির্বাচনে জয়লাভ করতে গেলে প্রথমে যে দলের সংঘবদ্ধতা থাকা প্রয়োজন, তা পর্যদুস্ত হওয়ার পর উপলব্ধি করেছে তৃণমূল কংগ্রেস। আর তাইতো দুর্দিনে থাকা নেতাকর্মীদের উঠিয়ে এনে তাদের প্রার্থী তালিকায় ঠাঁই দিয়ে “পুরোনোদের গুরুত্ব দিচ্ছে তৃণমূল” বলে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, খড়গপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে। অন্যদিকে করিমপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সমাজের বিশিষ্ট শিক্ষক তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনকার সঙ্গী বিমলেন্দু সিংহকে। আবার কালিয়াগঞ্জে প্রার্থী করা হয়েছে দক্ষিণপন্থী ঘরানার মুখ হিসেবে পরিচিত তপন দেব সিংহকে।

বিশেষজ্ঞরা বলছেন, এই তিন ব্যক্তি প্রথম দিন থেকে অর্থাৎ তৃণমূলের জন্মলগ্নের প্রথম দিকটায় তৃণমূলের সাথে থেকে বামেদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর তাই সেই পুরনো মুখকেই প্রার্থী তালিকায় ঠাঁই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নব্য বনাম আদির দ্বন্দ্ব যেমন রোখবার চেষ্টা করলেন, তেমনই পুরোনোদের সম্মান দেওয়ার বার্তা দিলেন বলে মত বিশ্লেষকদের।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরোনোদের গুরুত্ব দেওয়ার ব্যাপারটিকে তৃণমূলের সকলে ভালো চোখে নিলেও, শেষ পর্যন্ত তৃণমূলের শুভবুদ্ধির উদয় বিজেপিকে ঠেকাতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!