এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভা ভোটে কত আসন পেতে চলেছে তৃণমূল, কি ইঙ্গিত দিল এবিপি সি ভোটার সমীক্ষা

লোকসভা ভোটে কত আসন পেতে চলেছে তৃণমূল, কি ইঙ্গিত দিল এবিপি সি ভোটার সমীক্ষা

লোকসভা নির্বাচনে এবার কেন্দ্রের বিজেপির মোদি-শাহ জুটি এই বাংলাকেই পাখির চোখ করেছে। বাংলায় প্রতিটি সভা-সমিতি করে নিজেদের দলীয় সংগঠনকে বৃদ্ধির চেষ্টা করছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বাংলার 42 টি লোকসভা আসনের মধ্যে 22 টি আসন নিজেদের দখলে রাখার টার্গেট রাজ্য নেতৃত্বদের বেঁধে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

তবে বিজেপি নেতারা যতই বাংলা নিয়ে হম্বিতম্বি করুন না কেন, এবিপি সি ভোটার সমীক্ষায় সেই বাংলা যে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকতে চলেছে তা স্পষ্ট হয়ে ফুটে উঠল। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2014 লোকসভা নির্বাচনে বাংলার 42 টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল: 34
বিজেপি:2
কংগ্রেস:2
সিপিএম:1 টি আসন পেয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবারে 2019 র লোকসভা নির্বাচনে তৃণমূল নিজেদের হাতে সেই 34 টি আসনই ফের রাখতে চলেছে বলে দাবি এবিপির এই সমীক্ষার। তবে বিরোধী দল বিজেপি, বাম এবং কংগ্রেসের আসন দখলের ব্যাপারে কিছু পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু তাহলে এই বিরোধীদের মধ্যে ঠিক কে কতগুলো আসন পেতে পারে? সমীক্ষার দাবি,
বিজেপি:7 টি
কংগ্রেস:1 টি (একা লড়লে)।

আর সে দিক থেকে বামেদের ঝুলিতে তেমন কোনো আসনই থাকছে না। সব মিলিয়ে এবার মমতা বন্দোপাধ্যায়ের হাতেই যে থাকতে চলেছে বাংলার ভোটব্যাঙ্ক তা ফের স্পষ্ট হল এবিপি সি ভোটারের সমীক্ষায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!