এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভা ভোটে রাজ্য কংগ্রেসের সঙ্গে জোটে কি আগ্রহী তৃণমূল, মমতার পদক্ষেপ নিয়ে জল্পনা

লোকসভা ভোটে রাজ্য কংগ্রেসের সঙ্গে জোটে কি আগ্রহী তৃণমূল, মমতার পদক্ষেপ নিয়ে জল্পনা

সারা দেশে বিজেপিকে সরাতে কংগ্রেস সহ বিজেপি দলগুলোর উদ্যোগে বিরোধী মহাজোট তৈরি হলেও এই রাজ্যে কংগ্রেসের সাথে আদৌ কি শাসক দল তৃণমূল কংগ্রেসের জোট হবে তা নিয়েই ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা। যেখানে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কদিন আগেই বলেছিলেন, “42 এ 42 যদি তৃণমূল কংগ্রেস পায়, তাহলে কংগ্রেস কোথায় যাবে?”

তাই বিজেপি বিরোধী মহাজোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে যে ব্রিগেড সমাবেশ হতে চলেছে সেখানে বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে মুখ্যমন্ত্রীর মৌখিক আমন্ত্রণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, বিগত দিনে পশ্চিমবঙ্গে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে তাতে সম্মুখসমরে মুখোমুখি হতে দেখা যায় বিজেপি, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এবং ভারতের জাতীয় কংগ্রেসকে। যেখানে শাসকদলের নির্বাচন নীতি, নির্বাচনী হিংসা এবং ভোট লুটপাটের অভিযোগে সরব হতে দেখা যায় আব্দুল মান্নান সহ অন্যান্য কংগ্রেস নেতাদের। সেইখানে আজ আব্দুল মান্নানকে দেওয়া তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আমন্ত্রণ কংগ্রেস শিবিরের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেই দিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আগামী 19 জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশে আসার জন্য বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাজভবনে রাজ্যের নতুন চার মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে চা-চক্রে মিলিত হওয়ার সময় বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রী বলেন, “মান্নানদা তুমি 19 তারিখে আমাদের বিগ্রেড সমাবেশে এস। তোমাদের দিল্লীর নেতৃত্ব তো আসবে।”

জানা যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান এদিনের তৃণমূল নেত্রীর এই আমন্ত্রণকে কৌশলীভাবে এড়িয়ে যান এবং বল ঠেলে দেন হাইকমান্ডের কোর্টেই। বেশ কয়েকদিন ধরেই রাজ্য কংগ্রেসের একাধিক নেতাকে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোট বিরোধী মন্তব্য করতে দেখা যায়।

কংগ্রেসের রাজ্যের কার্যকারী সভাপতি শঙ্কর মালাকার প্রকাশ্যে সভায় বলেন, “কংগ্রেসের সঙ্গে এই রাজ্যে তৃণমূলের জোট হলে তা রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
অন্যদিকে কংগ্রেসের পক্ষে অধীর রঞ্জন চৌধুরী প্রথম থেকেই তৃণমূল বিরোধী অবস্থান স্পষ্ট করে রেখেছে। সেখানে নতুন রাজ্য সভাপতি সোমেন মিত্র ও সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আজকের বৈঠকে কোলকাতায় তৃনমূলের ব্রিগেড নিয়ে কংগ্রেসের উপস্থিতি নিয়ে কোনো আলোচনা হয় কিনা সেদিকেই নজর রাজ্য রাজনীতি মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!