এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের মুখেই তৃণমূলের ঘর ভাঙলেন রাহুল সিনহা, বিজেপিতে যোগ তৃণমূল নেতা সমেত তিন শতাধিকের

ভোটের মুখেই তৃণমূলের ঘর ভাঙলেন রাহুল সিনহা, বিজেপিতে যোগ তৃণমূল নেতা সমেত তিন শতাধিকের


লোকসভা ভোট শুরু হয়ে গেছে। প্রথম দফার ভোটেও শেষ হয়েছে। আর এর মধ্যেই তৃণমূলের ঘর ভাঙলেন রাহুল সিনহা। এদিন কলকাতা উত্তর কেন্দ্র শক্তি বাড়িয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের কলকাতা জেলা প্রাক্তন সাধারণ সম্পাদক কমল সিং ও তাঁর সঙ্গে তিন শতাধিক তৃণমূল নেতা-কর্মী।

গতকাল অর্থাৎ রবিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করে রাহুলবাবু এই যোগদান বিষয়ে জানান। তিনি বলেন যে, চৌরঙ্গী-বেলেঘাটা ও জোড়াসাঁকো বিধানসভা এলাকা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঢল পড়ে গেছে। বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন এই যোগদান প্রসঙ্গে রাহুলবাবু দাবি করেন যে, এই দলে বহু লোক ছিলেন,কিন্তু সবাইকে আমরা জায়গা দিতে পারিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই তৃণমূলকে কটাক্ষ করতেও ছাড়েননি এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসে ঘূণ ধরে গিয়েছে। মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে রাজ্যে সুশাসন দিতে পারে একমাত্র বিজেপি। সেই কারণে তলে তলে তৃণমূল ফাঁকা হয়ে যাচ্ছে। কেউ কেউ সামনাসামনি এসে বিজেপিতে যোগ দিচ্ছেন, কেউ ভিতরে ভিতরে বিজেপি করছেন।

যোগদানকারীদের দাবি যে তাঁরা নরেন্দ্র মোদি সারা দেশে যে উন্নয়ন কর্মযজ্ঞ করছেন তাতে যোগ দিতেই বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা।
এই নিয়েই যদিও এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকেই কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লোকসভা ভোট চলাকালীন এই যোগদান শাসকদলকে কিছুটা হলেও চিন্তায় ফেললো বলেই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!