এবার লোকসভা নির্বাচনে আমরা ৪২-০ করবো, দাবি তৃণমূল হেভিওয়েট নেতা-মন্ত্রীর রাজ্য December 27, 2018 ১৯’এর লোকসভা নির্বাচনে ৪২ টি লোকসভা আসনেই জোড়াফুলের পতাকা উড়বে এমন কথা বহুবার জানিয়েছে তৃণমূল। একবার ফের খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের প্রভাবশালী নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের গলায় একই দাবী শোনা গেল। বললেন,লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি একটাও আসন পাবে না। তৃণমূল ৪২-০ করবে। এদিন বিজেপিকে তুলোধনা করতে গিয়ে তৃণমূলের দাপটও দেখিয়ে ফেললেন শাসকদলের এই প্রভাবশালী নেতা। জলপাইগুড়ি থেকে কোলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সরাসরি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে বিঁধলেন জ্যোতিপ্রিয় বাবু। রাজ্য বিজেপি সুপ্রিমোকে আক্রমণ করতে শালীনতাকেও তোয়াক্কা করলেন না এই তৃণমূল নেতা। দিলীপ বাবুকে ‘বদ্ধ পাগল’ বলে সম্বোধন করে তিনি বললেন,’ওর কথায় উত্তর না দেওয়াই ভালো।’ আসলে দিলীপ ঘোষ সম্প্রতি একটি জনসভার মঞ্চ থেকে তৃণমূলকে তোপ দেগে বলেছিলেন,লোকসভা ভোটে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) পুলিশেরা থাকবে না। দিল্লি থেকে দাদা-র ( নরেন্দ্র মোদী) পুলিশেরা আসবে। তাই দিদির ভাইয়েদের ঘরে থাকতে হবে। বেরালেই লাঠি পেটা করা হবে। এর পাশাপাশি রাজ্যের গনতন্ত্র রক্ষা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন দিলীপ বাবু। গনতন্ত্র রক্ষার নামে মর্জি খাটিয়ে এ রাজ্যে অসাংবিধানিক কাজকর্ম করছে তৃণমূল। আর শাসকদল বিরোধী কর্মসূচি করতে গেলে তাকে ভুঁয়ো মামলায় ফাঁসিয়ে জেলে ভরে দিচ্ছেন তৃণমূলের নেতারা। তবে,তৃণমূলের এই অত্যাচারের দিন শেষ হয়ে আসছে। ২০১৯-এর লোকসভা ভোটেই রাজ্যে মাটি থেকে জোড়াফুল উপড়ে দেবে বিজেপি। দিলীপ ঘোষের এই আক্রমণের পাল্টা দিতেই এদিন সরব হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। বিজেপির আইন অমান্য কর্মসূচির প্রসঙ্গ তুলেই রাজ্য বিজেপিকে সুপ্রিমোকে আক্রমণ শানালেন তিনি। বললেন,”বসিরহাটে আইন অমান্যের নামে পুলিশকে ইট, পাটকেল নিয়ে যেভাবে হামলা করা হল তা কোনও শুভবুদ্ধিসম্পন্ন রাজনৈতিক দলের নেতা করতে পারে না। তবে দিলীপের দল পারে। অমিত শাহের উচিত ওর চিকিৎসার ব্যবস্থা করা।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - শুধু তাই নয়,এর পাশাপাশি বিজেপিকেও কড়া ভাষায় তুচ্ছতাচ্ছিল্য করে তিনি বললেন,লোকসভা ভোটে দিলীপের দল শূন্য হবে। ৪২ টি আসনই দখল করবে তৃণমূল। সঙ্গে অসংযত ভাষায় দিলীপ ঘোষকে নিশানা করে বলেন,”দিলীপ কখনও মারে, কখনও চিতায় তোলে, কখনও মাটিতে ফেলে দেয়। ওর কোনও কথার উত্তর আমি দিই না। মাথা খারাপ।” ইটের জবাব পাটকেলে কীভাবে দিতে হয় এদিন সেটাই দিলীপ ঘোষকে বুঝিয়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সঙ্গে এটাও বোঝালেন রাজ্য বিজেপি সভাপতি যদি প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে অশালীন শব্দ প্রয়োগ করে তাহলে তৃণমূলও পিছিয়ে থাকবে না। তৃণমূল-বিজেপির ক্ষমতা প্রদর্শনের খেলা আপাতত জারি থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আপনার মতামত জানান -