এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরসা কি যুবরাই? দলে ক্রমশ গুরুত্ব বৃদ্ধিতে বাড়ছে জল্পনা

লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরসা কি যুবরাই? দলে ক্রমশ গুরুত্ব বৃদ্ধিতে বাড়ছে জল্পনা


আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইটা বেশ কট্টরই হবে।বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। আর সেই উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যুব কর্মীরা যথেষ্ট তৎপর হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেল প্রচারিত ভুয়ো খবর এবং বিজেপির নেতিবাচক দিক গুলি সামনে তুলে ধরে যুব কর্মীরা যাতে জোরদার প্রচার চালায় সেই উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনার নৈহাটির ‘ঐকতান অডিটোরিয়ামে’ রবিবার দিনভর এক কর্মশালার আয়োজন করা হয়েছিল যুব তৃনমূলের পক্ষ থেকে।

রাজ্যের প্রায় সব জেলা থেকেই ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপের মত সোশ্যাল মিডিয়া ব্যবহারই যুব সমাজ এই কর্মশালায় অংশ নেন। কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সকালে প্রদীপ জ্বালিয়ে এই কর্মশালার উদ্বোধন করেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী ছাড়াও নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ বিভিন্ন জেলা থেকে আসা যুব তৃণমূল কর্মীরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।

দীনেশ বাবু এ দিন বলে,”বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অনস্বীকার্য। যুব সমাজ ফেসবুক টুইটারে অত্যন্ত অভ্যস্ত। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক নেতিবাচক বার্তা পৌঁছে যায় যুব সমাজের কাছে। এ বিষয়ে আমাদের ও একটা দায়িত্ব থেকেই যায়।

কখনোই আমরা এই ধরনের নেতিবাচক বার্তা কে সমর্থন করিনা যেগুলির ফলে সমাজের ক্ষতি হয় উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। আমাদের কাজ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া আর সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে উন্নয়নের বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া আবশ্যক। ভুল বার্তা সম্পর্কে জনতাকে জাগ্রত করার উদ্দেশ্যেই আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে।”

নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন,”রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলের যুব কর্মীরা এই কর্মশালায় যোগ দিতে এসেছে।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প গুলি আরো বেশি করে সাধারণ মানুষের সামনে তুলে ধরা, 5 বিজেপির নেতিবাচক দিক গুলি জনসাধারণকে বোঝানো এবং বিজেপির আইটি সেল প্রচারিত ভুয়া খবরের প্রতিবাদ করে আসল তথ্য জনসমক্ষে তুলে ধরায় আজকের কর্মশালার উদ্দেশ্য।”

সমস্ত বক্তব্য শেষে অসমের পাঁচ বাঙ্গালী হত্যার প্রতিবাদে এদিনের কর্মশালায় নীরবতা পালন করা হয়।সূত্রের খবর,তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়নের নির্দেশে আগামী দিনে সোশ্যাল মিডিয়ায় যুব কর্মীদের প্রচার এর রূপরেখা তৈরি হবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যুব সমাজকে লড়াইয়ের ময়দানে এগিয়ে দিতে এই ধরনের কর্মশালা যথেষ্ট উপযোগী বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে এবার কি যুবসমাজই হবে তৃণমূলের মূল ভরসা?এইসব কর্মসূচি দেখে রাজনৈতিক মহলে এই ধরনের প্রশ্নই ঘোরাফেরা করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!