এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা ভোটের দোরগোড়ায় জেল যেতে পারেন এই যুব নেতা, চাপ বাড়ছে রাজনীতিতে

লোকসভা ভোটের দোরগোড়ায় জেল যেতে পারেন এই যুব নেতা, চাপ বাড়ছে রাজনীতিতে


লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে বছর তিনেক আগের জেএনইউ কান্ডের স্মৃতিকে জীবন্ত করল দিল্লি পুলিশ। কানহাইয়া কুমার সহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রাজনৈতিক ক্ষেত্রে শোরগোল ফেলে দিল কেন্দ্রীয় সরকারের আওতায় থাকা এই পুলিশ প্রশাসন। খুব শীঘ্রই এই চার্জশিট আদালতে পেশ করা হবে বলেই জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্র থেকে।

প্রসঙ্গত,২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সংসদ হামলায় দোষী আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত সভায় সরব হয়েছিল একদল ছাত্র। সেই বিক্ষোভ সমাবেশে ভারত এবং ভারত সেনার বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়েছিল বলেই দাবী করে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। সেইসময় ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ ছিল বামেদের দখলে এবং সভাপতি ছিলেন কানহাইয়া কুমার। এই ইস্যুকে কেন্দ্র করে দু পক্ষে সংঘর্ষেও জড়ায়।

পুলিশের কাছে কানহাইয়া কুমার, উমর খলিদ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ছাত্রনেতার নামে দেশদ্রোহের অভিযোগ আনে এভিবিপি। গ্রেফতার হন ওই কানহাইয়া-উমর-অনির্বাণ। কিন্তু কিছুদিন পর জামিনে ছাড়াও পেয়ে যান তাঁরা। এই ঘটনার পর দুবছরেরও বেশি সময় কেটে গিয়েছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারপর সম্প্রতি ওই তিনজন নেতা সহ মোট ১১ জনের নামে চার্জশিট প্রস্তুত করে দিল্লি পুলিশ। বাকি আটজন পড়াশুনোর সূত্রে কাশ্মীরে রয়েছে। এই ১১ জনের বিরুদ্ধেই দেশদ্রোহের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য,সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে খারাপ ফলাফলের কারণে বিরোধীদের চাপে কোনঠাসা অবস্থা বিজেপির। এছাড়া সংসদের অধিবেশনেও শরিক সহ বিরোধীদের আক্রমণে নাকানিচোবানি খেতে হচ্ছে বিজেপিকে। এই প্রেক্ষিতে দেশদ্রোহের মতো জাতীয়তাবাদী আবেগকে নাড়া দিয়ে আমজনতার মনে জায়গা করে নিতে চাইছে বিজেপি এমনটাই দাবি বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!