এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা ভোটে বাংলা থেকে কটি আসন পাচ্ছেন জানালেন অমিত শাহ

লোকসভা ভোটে বাংলা থেকে কটি আসন পাচ্ছেন জানালেন অমিত শাহ

লোকসভা ভোটে বাংলা থেকে বেশ বড় রকমের আসন নিজেদের ঝুলিতে রাখতে চাইছেন একথা বার বার বলেছেন। আর সেই কারণেই জনসংযোগ বাড়াতে রথযাত্রা কর্মসূচি নিয়ে গেরুয়া শিবির। যার জল গড়িয়েছে আদালত অবধি।

বাংলাকে যে পাখির চোখ করে এগোচ্ছেন তা এদিন একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে আবার স্পষ্ট করে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বেসরকারি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলায় আসন্ন লোকসভা নির্বাচনে ঠিক কত আসন তাঁরা নিজেদের ঝুলিতে রাখতে পারবেন সেই ব্যাপারে নিজেদের মতামত স্পষ্ট করলেন।

এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “বাংলায় আমরা কমপক্ষে 23 টি আসনে জিতব। কেননা বাংলায় এখন সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে বিজেপিকে রথযাত্রার অনুমতি দেওয়া হবে না কেন! তা আমরা জানতে চেয়েছিলাম। আমাদের আটকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও আমাকে বাংলায় যেতে দেওয়া হয়নি। আমরা এনিয়ে সুপ্রিম কোর্টে আবেদনও করেছি।”

সাথেই অমিত শাহ বলেন যে, মমতার সঙ্গে তাঁর বা দলের কোনও সমস্যা নেই। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকে আমরা সম্মান করি। তবে বাংলায় কেউ যদি গোটা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।

এদিন রথযাত্রা নিয়েও তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দেন সভাপতি। বলেন, ভারতের মতো গণতান্ত্রিক দেশে বিজেপির মতো বড় দলকে পশ্চিমবঙ্গে রথযাত্রা বের করতে, আমাদের সভার প্রচারের অনুমতি দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যেতে চেয়েছিলেন। সেখানে আমাদেরকেও আটকে দেওয়া হয়েছে, যেতে দেওয়া হয়নি।ফলে আমরা বিচার চাইতে আদালতে গিয়েছি।

এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন যে, এটা কি হচ্ছে? প্রধানমমন্ত্রীকে প্রচার করতে দেওয়া হচ্ছে না! বাংলায় গণতন্ত্র নেই। এখানে মাফিয়ারাজ চলছে। কমিশনখোরদের গ্রুপ তৈরি হয়েছে। রাজ্যকে বরবাদ করার সমস্ত বন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করে ফেলেছে।

এদিন তিনি স্পষ্ট জানান যে বাংলার জনতা পরিবর্তনের জন্য তৈরি হয়ে রয়েছে যা জেনে গেছে মমতা সরকার ও তার দল তৃণমূল তাই ক্ষমতা হারানোর ভয়ে বিজেপির কর্মসূচিতে অনুমতি দিচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমন করলে পাল্টা পথে নামে তৃণমূলও। কেন্দ্রের নরেন্দ্র মোদি ও অমিত শাহের জুটিকে “জুমলা” বলে আখ্যায়িত করেছে রাজ্যের শাসক দল। এই প্রসঙ্গে এদিন তৃণমূলের মুখপত্র ডেরেক ও ব্রায়েন বলেন, “অমিত শাহ অর্থহীন কথা বলছেন। বাংলায় ওরা দুটি আসনই ধরে রাখতে পারবে না। কলকাতা পৌরসভার 117 নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনের ফলাফলই বিজেপির দিবাস্বপ্ন ভঙ্গ করবার জন্য যথেষ্ট।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!