এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভা ভোটের আগে মমতার চাপ বাড়াতে এবার কৃষিঋণ মুকুবের দাবি নিয়ে আন্দোলনে নামছে সিপিআইএম

লোকসভা ভোটের আগে মমতার চাপ বাড়াতে এবার কৃষিঋণ মুকুবের দাবি নিয়ে আন্দোলনে নামছে সিপিআইএম


আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে কৃষকদের কৃষিঋণ মুকুবের দাবিতে বিরোধী দলগুলোর পক্ষ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হয়েছে। তবে শুধু লোকসভার দিকে তাকিয়েই নয়, সাম্প্রতিক কালে দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটেও দেশের কৃষকদের দুরাবস্থা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলো।

কিন্তু সারা দেশে এই কৃষকদের দুরাবস্থা প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো সরব হলেও এবার রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধেও সেই কৃষকদের সংকটজনক পরিস্থিতি নিয়ে আন্দোলনে নামতে চলেছে সিপিএমের কৃষক সভা। সূত্রের খবর, আজ থেকে শুরু হওয়া সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

জানা গেছে, সিপিএমের অন্যতম দাবির মধ্যে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তাদের প্রধান এবং প্রথম দাবি থাকবে যে, দেশের অন্যান্য রাজ্যগুলির মত এই রাজ্যেও কৃষকদের ঋণ যাতে মুকুব করা হয়। আগামী 8 থেকে 9 জানুয়ারি সাধারণ ধর্মঘট এবং ফেব্রুয়ারিতে বামেদের ব্রিগেড সমাবেশের আগেই কৃষকদের ঋণ মুকুবের দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় আন্দোলন গড়ে তুলতে চায় কৃষকসভা।

এদিন এই প্রসঙ্গে রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা কৃষক সভার সম্পাদক অমল হালদার বলেন, “কৃষিঋণ মুকুবের বিষয়টি জাতীয় ইস্যু বলেই আমরা মনে করি। এই ব্যাপারে কেন্দ্রের মোদি সরকারের ঘুম ভাঙ্গাতে কৃষক সংগঠনগুলি বারবার লংমার্চ করেছে। কিন্তু কেন্দ্র ও রাজ্যের এনিয়ে কোনো সর্তকতা নেই। তাই দিনকে দিন যেভাবে এই রাজ্যের কৃষকদের আত্মহত্যার ঘটনা ঘটছে, তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই রাজ্যের কৃষকদের ঋণ মুকুব করা হোক।”

আর যদি সঠিক সময়ে ঋণ মুকুব না করা হয় তাহলে তা সরকারের পক্ষে হিতকর হবে না বলেও এদিন মন্তব্য করেন বামেদের কৃষকসভার নেতারা। বামেদের দাবি, রাজ্যের বর্তমান সরকারের আমলে ঋণের দায় ও ফসলের ন্যায্য দাম পাওয়ার কারণে ইতিমধ্যেই 187 জন কৃষক আত্মহত্যা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যের তৃনমূল সরকারের বিরুদ্ধে কৃষিঋণ মুকুবের দাবিতে ফের আন্দোলনে নামছে বামেরা। তবে বামেদের কৃষকসভার এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠিক কতটা চাপে পড়ে এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!