এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির ১০ ‘তুরুপের তাস’ ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু

লোকসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির ১০ ‘তুরুপের তাস’ ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু

সম্প্রতি বিভিন্ন সভা থেকে রাজ্য সরকারের ঘনিষ্ট আমলাদের ব্যাপারে তোপ দেগেছেন বঙ্গের বিজেপি নেতা মুকুল রায়। লোকসভায় যে এই আমলারা থাকবেন না সেই ব্যাপারেও রাজ্যের প্রতি হুঙ্কার ছাড়েন তিনি। এবার জল্পনা বাড়িয়ে রাজ্যের প্রধান সচিব পদে থাকা 10 আইএএস ক্যাডারকে দিল্লীতে প্যানেলভুক্ত করা হল। জানা গেছে, এর আগেও রাজ্যের দুজন কর্তাকে এমপ্যানেল করা হয়।

এবার একসাথে 10 জনকে চেয়ে পাঠানোয় লোকসভা ভোটের আগে এটি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখারই কৌশল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে এক্ষেত্রে কিছুটা বাধাও রয়েছে। কারন, রাজ্য যদি তাঁদের না ছাড়ে তবে কখনই দিল্লী তাঁদের নিয়ে যেতে পারবে না। আর এখানেই নবান্ন জানিয়েছে, তাঁরা এই কর্তাদের কখনও ছাড়বেন না। সূত্রের খবর, প্রায় প্রতিটি রাজ্যেরই আইএএস কর্তাদের দিল্লীতে পোষ্টিংয়ে যেতে হয়। তবে বাংলায় কোটার তুলনায় অনেক কম অফিসার এই দিল্লীতে রয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই রাজ্যে আইএএস অফিসারের সংখ্যা 378 হলেও মোটে 280 জন রয়েছেন আর ফাকা রয়েছে 98 টি পদ। আর এই অভিযোগে বারেবারেই সুর চড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রয়োজন মত এই অফিসার থাকলে কাজে সুবিধে হয়। দিল্লীর জন্যেই যদি সব ছেড়ে দেওয়া হয় তাহলে রাজ্যের কাজ হবে কি করে?” নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লীতে রাজ্যের যে 10 জন অফিসারের নাম প্যানেলে রয়েছে  তাঁদের মধ্যে অন্যতম, রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য, উচ্চশিক্ষা সচিব আর এস শুক্লা, পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব সুব্রত গুপ্ত, তথ্য সংস্কৃতি সচিব বিবেক কুমার, সেচ দপ্তরের সচিব নবীন প্রকাশ, আইএএস অফিসার সুমন্ত চৌধুরী, এস কিশোর, বিবেক ভরদ্বাজ, তাল্লিন কুমার, চন্দন সিনহা।

জানা গেছে, বিগত দু বছরে দিল্লীর অতিরিক্ত সচিব পদে ইন্দিবর পান্ডে এবং এস এ বাবাকে নথিভুক্ত করা হলেও কাউকেই ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রাজ্যের এই নতুন দশ জন আইএএসের নাম প্যানেলভুক্ত করে লোকসভা ভোটের আগে দিল্লী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কৌশলগত চাপ প্রয়োগই করছেন বলে মত রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!