এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভার আগে বড়সড় স্বস্তি রাজ্য সরকারের, দীর্ঘদিনের এই আন্দোলনকারীরা এবার পিছু হঠার ইঙ্গিত দিলেন

লোকসভার আগে বড়সড় স্বস্তি রাজ্য সরকারের, দীর্ঘদিনের এই আন্দোলনকারীরা এবার পিছু হঠার ইঙ্গিত দিলেন


অবশেষে কি নিজেদের সুর নরম করলেন ভাবাদিঘির আন্দোলনকারীরা? প্রসঙ্গত, তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথের কাজ ও সেখানকার উন্নয়ন নিয়ে প্রথমে প্রশাসনের ওপর বাধা সৃষ্টি করে ভাবাদিঘির কিছু মানুষ। শুরু হয় প্রবল আন্দোলন। এমনকি এই আন্দোলন থেকে পিছু হটতে বাধ্য হয় জেলা প্রশাসনও।

আর এরপরই দীর্ঘদিন ধরে থমকে ছিল এই ভাবাদিঘির উন্নয়ন প্রকল্প। আর আসন্ন লোকসভা নির্বাচনের ঠিক আগেই রাজ্যকে স্বস্তি দিয়ে সেই ভাবাদিঘির আন্দোলনকারীরা নিজেদের আন্দোলন থেকে সরে এসে সুর নরম করল। জানা গেছে, গত সপ্তাহে এই ভাবাদিঘীর পশ্চিম পাড়ায় কংক্রিটের একটি রাস্তা তৈরির কাজ শুরু করার সময় আন্দোলনকারীরা সেখানে বাধা দেন।

আন্দোলনকারীদের দাবি ছিল যে, রাস্তার ধারে নিকাশি নালা নির্মাণ করতে হবে। পাশাপাশি তাঁরা জেলা প্রশাসনের কাছে আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের আবেদন জানান। আর এরপরই সেই আন্দোলনকারীদের সমস্ত দাবি-দাওয়া খতিয়ে দেখতে আরামবাগের মহকুমা শাসক, স্থানীয় বিডিও, গোঘাট থানার ওসি দেবাঞ্জন ভট্টাচার্য সেখানে উপস্থিত হন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, তাঁরা সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন এবং শেষে সেই আন্দোলনকারীরাও প্রশাসনের সঙ্গে সমস্ত ব্যাপারে একমত হন। তবে শুধু সহমত হওয়াই নয়, এদিন জেলা প্রশাসনের প্রতি সৌজন্যের চরম নজির দেখান সেই আন্দোলনকারীরা।

জানা গেছে, এদিন এই ভাবাদিঘিতে আসা জেলা প্রশাসনের আধিকারিকদের পিঠে, পুলি ও চা খাওয়ান গ্রামবাসীরা। কিন্তু হঠাৎ কোন জাদুতে এই ভাবাদিঘীর আন্দোলনকারীরা নিজেদের আন্দোলন থেকে সরে এল? এদিন এই প্রসঙ্গে আরামবাগের মহকুমাশাসক লক্ষ্মী ভব্য তান্নিরুকে ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে আগামী দিনে এ ভাবাদিঘিতে 65 টি শৌচাগার, 9 টি কংক্রিটের রাস্তা, দুটি হাই মাস্ট আলো বসানোর সিদ্ধান্ত কথা জানিয়ে গ্রামবাসীদের সাথে সমস্ত ব্যাপারে সহমতে আসা সম্ভব হয়েছে বলে জানান গোঘাট-1 বিডিও অনন্যা ঘোষ।

অন্যদিকে এই প্রসঙ্গে ভাবাদিঘি বাঁচাও কমিটির নেতা সুকুমার রায় এদিন বলেন, “রেলের সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক নেই। গ্রামের উন্নয়নে আমরা খুশি। আমরা তাই প্রশাসনের সঙ্গে এখন থেকে সুসম্পর্ক রাখব।” সব মিলিয়ে এবার ভাবাদিঘির আন্দোলনকারীরা আন্দোলন থেকে সরে আসায় লোকসভা ভোটের আগে বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!