এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লোকসভায় ফল খারাপ হতেই প্রভাবশালী নেতাদের সরিয়ে বিরোধী গোষ্ঠীকে দায়িত্ব, চর্চা শুরু তৃণমূলে

লোকসভায় ফল খারাপ হতেই প্রভাবশালী নেতাদের সরিয়ে বিরোধী গোষ্ঠীকে দায়িত্ব, চর্চা শুরু তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -গত লোকসভা নির্বাচনে অনেক জায়গাতেই তৃণমূলের ফলাফল খুব একটা ভাল হয়নি। যার ফলে যে সমস্ত এলাকায় তৃণমূল ভালো ফল করতে পারেনি, সেখানে সংগঠনে ব্যাপক রদবদল আনা হয়েছে। সম্প্রতি নতুন করে তৃণমূল নিজেদের কমিটি সাজাতে শুরু করেছে। আর এবার গত লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের কারণে কালনা এবং কাটোয়াতে তৃণমূলের দুই সভাপতিকে সরিয়ে দেওয়া হল। যেখানে নতুন মুখ আনা নিয়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছে দলের অন্দরে।

সূত্রের খবর, মঙ্গলবার বর্ধমানে তৃণমূলের নতুন জেলা কমিটি এবং ব্লক, শহর সভাপতির নাম ঘোষণা করা হয়। যেখানে কাটোয়া শহর সভাপতি পদে অমর রামকে সরিয়ে শুভ্র রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, এই শুভ্রাদেবী কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত। তাই বিগত বেশ কয়েক বছর ধরে পৌরসভা পরিচালনা নিয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং অমর রামের মধ্যে বিরোধিতার ফলে এবার রবীন্দ্রনাথবাবু নিজের অনুগামীকে এখানকার সভাপতি করিয়ে নিলেন বলে দাবি করছে তৃণমূলের একাংশ। যার ফলে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদের এই প্রসঙ্গে প্রাক্তন সভাপতি অমর রাম বলেন, “এক সময় কাটোয়ায় রবিবাবুর সঙ্গে কংগ্রেস করতে মানতে না পেরে তৃণমূলে এসেছিলাম। 2015 সালে আমরা কাটোয়া পৌরসভায় ক্ষমতায় আসি। মাস দুয়েকের মধ্যেই রবিবাবু তৃণমূলে যোগদান করেন। এখন কাটোয়ায় রবিবাবুর তৃণমূলে সীলমোহর পড়ল। দলে আছি, থাকব।” এদিকে তার অনুগামী শুভ্রাদেবীকে দল দায়িত্ব দেওয়ায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “দল নিশ্চয়ই কিছু ভালো বুঝেছে। তাই কমিটিতে পরিবর্তন এনেছে। কাউকে তো বাদ দেওয়া হয়নি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে শহর তৃণমূলের সভাপতির পদ থেকে সরিয়ে দেবপ্রসাদ বাগকে এদিন সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যার ফলে কালনাতেও ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন একাংশ। এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু কোনো মন্তব্য করতে না চাইলেও দেবপ্রসাদ বাগ বলেন, “দল আমার প্রতি আস্থা রেখেছে। চেষ্টা করব সবরকম দায়িত্ব পালন করার।”

তবে নতুন যারা দায়িত্ব এসেছেন, তারা সবাইকে নিয়ে দল পরিচালনার কথা বললেও, পুরাতন নেতারা তাদের পদ থেকে সরে যাওয়ায় যে অনেকটাই ক্ষুব্ধ হবেন, তা বলার অপেক্ষা রাখে না। যার ফলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে নতুন করে বিধ্বস্ত হতে পারে শাসক দল। আর যার প্রভাব সরাসরি পড়বে আগামী বিধানসভা নির্বাচনে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে যে গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে তৃনমূল কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!