এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভাতে সোনা ফলানো নিজের খাস ‘ভোটগুরুকেই’ বিধানসভার গুরুদায়িত্ব দিতে চলেছেন অমিত শাহ?

লোকসভাতে সোনা ফলানো নিজের খাস ‘ভোটগুরুকেই’ বিধানসভার গুরুদায়িত্ব দিতে চলেছেন অমিত শাহ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনা সংক্রমনের মধ্যেই বিহারে ঘটতে চলেছে বিধানসভা নির্বাচনের মহাযজ্ঞ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই বছরের শেষেই বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৯ শে নভেম্বরের পূর্বেই বিহারের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। অর্থাৎ আগামী অক্টোবর ও নভেম্বর মাসেই বিধানসভা ভোট চলবে। আগামী এক সপ্তাহের মধ্যে বিহারের ভোটের নির্ঘণ্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত। প্রসঙ্গত, দেশব্যাপী করোনা পরিস্থিতির মধ্যে প্রথম নির্বাচন হতে চলেছে বিহার রাজ্যেই।

বর্তমানে বিহারের ক্ষমতাশীল জোট হল এনডিএ জোট। এই জোটের অন্যতম মুখ্য রাজনৈতিক দল হলো বিজেপি। সম্প্রতি আসন বন্টন নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জে.ডি.ইউ. এর সঙ্গে লোক যেন শক্তি পার্টির কিছুটা মনমালিন্যের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন। রাম বিলাস পাশওয়ান, চিরাগ পাশওয়ান দের এগিয়ে দিয়ে জোটসঙ্গী জে.ডি.ইউ কে রাজনৈতিকভাবে কিছুটা চাপে রাখতে চাইছে বিজেপি শিবির।

তবে এ প্রসঙ্গে বিহারের বিজেপি সাংসদ সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার সিং জানিয়েছেন যে, বিজেপি এককভাবে নির্বাচনে লড়াই করে সরকার করতে সক্ষম হলেও, রাজনৈতিক বন্ধুদের সঙ্গে কখনোই বিজেপি সম্পর্ক ছেদ করে না। এনডিএ জোটের মধ্যে ঐক্যের পরিবেশ বজায় রাখতে সম্প্রতি বিহারের রাজ্য বিজেপি সঞ্জয় জয়সোয়াল জানিয়েছেন, ”
এনডিএ এককাট্টা হয়ে ভোটে লড়ে তিন-চতুর্থাংশ আসনে জিতবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘ভোটগুরু’ বলে পরিচিত হলেন বিজেপি নেতা নিত্যানন্দ রাই। তাঁকে গত লোকসভা নির্বাচনের ৩ বছর আগে বিহারের বিজেপির রাজ্য সভাপতি পদে উন্নীত করা হয়েছিল। তাঁর প্রয়াসেই সেবার বিহারের মোট ৪০টি লোকসভা আসনের মধ্যে ৩৯ টি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। লোকসভা ভোটের পর অমিত শাহ যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেন। তখন ভোটগুরু নিত্যানন্দ রাইকে নিজের প্রতিমন্ত্রী করেছিলেন। আর এবার আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের জন্য নিত্যানন্দ রাইকে বিহারে নবগঠিত ভোট পরিচালনা কমিটির শীর্ষে স্থান দেওয়া হল। অন্যদিকে নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান করা হলো কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে।

প্রসঙ্গত বিহারের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় জাতপাতের রাজনীতি। উচ্চ- নিম্ন জাতের সমস্ত জনগণকে খুশি করে নির্বাচন বৈতরণী পার করতে বিশেষ উদ্যোগ নিল বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারের জাতপাত এর বিষয়গুলি চিন্তা করেই তারা এই নির্বাচন কমিটি তৈরি করেছেন। নিত্যানন্দ রাইকে এর শীর্ষে স্থান দিয়ে ওবিসি ও যাদব সমাজকে খুশি করা হয়েছে। অন্যদিকে ভোট ব্যবস্থাপনা কমিটির দায়িত্বভার দেওয়া হয়েছে বিহারের স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির ব্রাহ্মণ নেতা মঙ্গল পান্ডেকে।যার দ্বারা পাশে থাকার বার্তা দেওয়া হলো বিহারের উচ্চ বর্ণের জনগণদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!