এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভায় বিজেপি কত আসন পাবে! ফিরহাদের চ্যালেঞ্জের জবাব দিলেন শমীক!

লোকসভায় বিজেপি কত আসন পাবে! ফিরহাদের চ্যালেঞ্জের জবাব দিলেন শমীক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। 2024 এর নির্বাচনে বাংলা থেকে বিজেপি কত আসন পাবে, তা নিয়ে তৈরি হয়েছে তরজা। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, বিজেপি পশ্চিমবঙ্গে 25 টি আসন পাবে। আর এই পরিস্থিতিতে পাল্টা তার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে তিনি দাবি করেছেন, বিজেপি যদি এক বা দুটোর বেশি আসন পায়, তাহলে তিনি কান ধরে ওঠবোস করতে রাজি। আর যদি তা না হয়, তাহলে সুকান্তবাবু কান ধরে ওঠবোস করবেন। আর এই পরিস্থিতিতে এবার ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শমীকবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “ফিরহাদ হাকিম যদি একটু বাইরে কান পাতেন, তাহলে ওনার দলের কাউন্সিলররা পৌরসভার জবরদখল নিয়ে কি বলছেন, সেটা বুঝতে পারবেন। 2019 সালের নির্বাচনে সাংগঠনিক ত্রুটি বিচ্যুতির কারণে আমরা 18 টি আসন পেয়েছিলাম। তবে 2024 সালের নির্বাচনে বাংলায় 24 টি আসন থেকে বিজেপির আসন সংখ্যা গোনা শুরু হবে।”

স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে শমীক ভট্টাচার্য বুঝিয়ে দিলেন, এইসব বলে লাভের লাভ কিছুই হবে না। বিজেপি ব্যাপক আসন পাবে। সব মিলিয়ে দিনের শেষে কার চ্যালেঞ্জ সফলতার মুখ দেখে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!