এখন পড়ছেন
হোম > রাজনীতি > লোকসভায় করা প্রশ্নের উত্তর দিতে বড় নির্দেশিকা রাজ্যের, জেনে নিন!

লোকসভায় করা প্রশ্নের উত্তর দিতে বড় নির্দেশিকা রাজ্যের, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিভিন্ন সময়ে লোকসভায় নানা দলের পক্ষ থেকে নানা দলের সাংসদরা বিভিন্ন রাজ্যের বিষয় নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেয়। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের কাজ সম্পর্কে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে সংসদে। তবে অনেক ক্ষেত্রেই সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন দফতরের পক্ষ থেকে গা ঢিলেমি প্রক্রিয়া সামনে এসেছে। যার জেরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্বৈরথ লক্ষ্য করা গিয়েছে।

তবে এবার এক্ষেত্রে বড় নির্দেশিকা জারি করতে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারকে। যেখানে সংসদে রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে তৈরি হওয়া প্রশ্নের উত্তর জমা দেওয়ার ব্যাপারে যেমন তৎপরতা গ্রহণ করার নির্দেশ দেওয়া হল, ঠিক তেমনই সেই উত্তর পাঠানোর আগে তা যে শীর্ষস্তরের আধিকারিকদের সম্মতি নিয়েই পাঠাতে হবে, সেই ব্যাপারে জানিয়ে দিল রাজ্য প্রশাসন। যাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সম্প্রতি এই ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একটি নির্দেশিকা জারি করেন। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, লোকসভার পক্ষ থেকে যদি রাজ্যের কোনো দপ্তর সম্পর্কে কোনো প্রশ্ন তৈরি হয়, তাহলে অবিলম্বে সেই প্রশ্নের উত্তর তৈরি করে দিতে হবে। তবে তা যাতে সেই দফতরের পক্ষ থেকে সরাসরি পাঠিয়ে দেওয়া না হয়, সেই ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে সেই উত্তর পাঠানোর আগে রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক আধিকারিকদের সম্মতি নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে সেই উত্তর কেমন হচ্ছে, তা মুখ্যমন্ত্রীকেও দেখিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। আর রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এইরকম নির্দেশিকা জারি হওয়ায় নানা বিষয় সামনে আসতে শুরু করেছে।

একাংশ বলছেন, রাজ্যের পক্ষ থেকে এই রকম নির্দেশিকা জারি করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। কেননা লোকসভায় রাজ্যের বিভিন্ন দপ্তর সম্পর্কে প্রশ্ন তৈরি হলেও, তার উত্তর দেওয়া নিয়ে দেরি করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে মাঝেমধ্যেই কেন্দ্র বনাম রাজ্য সরকারের বিবাদ সামনে আসে। যার জেরে কেন্দ্রের পক্ষ থেকে কেন রাজ্যের সেই সংশ্লিষ্ট দপ্তর তাদের উত্তর জমা দিচ্ছে না, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন।

তাই এই পরিস্থিতিতে এই ব্যাপারে যাতে কোনোরকম ফাঁকফোকর বিরোধী দলের পক্ষ থেকে পাওয়া না যায়, তার জন্যই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হল। তবে পাশাপাশি উত্তর প্রদান করার পর যাতে তা নিয়ে আবার প্রশ্ন তৈরি না হয়, তার জন্য সেই উত্তর তৈরি করার ক্ষেত্রেও দেওয়া হল সচেতনতা। আর সেই কারণেই একদম প্রশাসনের শীর্ষ কর্তাদের যাতে সেই উত্তর তৈরি করার পর লোকসভায় পাঠানোর আগে দেখিয়ে নেওয়া হয়, তার জন্যই এইরকম নির্দেশিকা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!