লোকসভায় শপথ নিলেন প্রিয়াঙ্কা, শুভেচ্ছা জানিয়ে কি বললেন তৃণমূল সাংসদ! কংগ্রেস তৃণমূল রাজনীতি রাজ্য November 28, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ সংসদে শপথ নিয়েছেন তিনি। আর তার শপথ গ্রহণের পরেই কংগ্রেস ভীষণভাবে উজ্জীবিত। তবে এবার এই শপথ গ্রহণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধী শপথ গ্রহণ করেন। আর তারপরেই গোটা বিষয়ে প্রশ্ন করা হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। যেখানে তিনি বলেন, “আজকে তিনি মানুষের ভোটে জিতে লোকসভায় শপথ নিয়েছেন। আমি দেখছিলাম, যখন তিনি শপথ নিয়েছিলেন, তখন সবাই উৎসাহী হয়ে দেখছিলেন। যারাই লোকসভায় আসুন, তারা পড়াশোনা করে দেশের কথা বলবেন, মানুষের কথা বলবেন, এটাই আশা করা যায়। আমি তার সাফল্য কামনা করছি।” আপনার মতামত জানান -