লোকসভার ফলাফলের পরেই বিধানসভা ভোট! প্রাক্তন হবেন পিসিমণি? হুশিয়ারি শুভেন্দুর! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য May 14, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের বিরোধী দলনেতা মাঝেমধ্যেই দাবি করেন যে, লোকসভার ফলাফল প্রকাশের পরে এই বছরই হবে বিধানসভা ভোট। আর আজ বাঁকুড়ার নির্বাচনী সভা থেকে আরও একবার আত্মপ্রত্যয় নিয়ে সেই বক্তব্য রাখতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, পিসিকে প্রাক্তন করবেন বলেও হুশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে প্রকাশ্য সভা থেকে চরম হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কে বলেছে 26 সালে ভোট? এই বছরই পিসিকে প্রাক্তন করব।” অনেকে বলছেন, বিজেপি যদি রাজ্যে বেশি আসন পেয়ে যায়, তাহলে তৃণমূলে ভাঙ্গন ধরা শুধু সময়ের অপেক্ষা। আর সেই সমীকরণ নিয়েই এত আত্মবিশ্বাসী হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করে প্রাক্তন করার হুঁশিয়ারি দিতে দেখা গেল তাকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -