এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লড়াই যখন জমে উঠেছে বাংলায় তখনই মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী

লড়াই যখন জমে উঠেছে বাংলায় তখনই মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে রাজ্য এবং কেন্দ্রীয় সংঘাত। রাজ্য গেরুয়া শিবিরের সঙ্গে তৃণমূলের লড়াই এই মুহূর্তে চরমে। কিন্তু রাজ্য বিজেপির আড়ালে যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রয়েছে, সে কথা সবার জানা। আর তাই তৃণমূলকে সামলাতে হচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় দুই তরফকেই। কিন্তু এর মধ্যেই শোনা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী মুখোমুখি হতে চলেছেন, তবে সেটা অরাজনৈতিক বলেই মনে করা হচ্ছে।

কারণ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম বার্ষিকী উপলক্ষে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদির হতে চলেছে আমনা সামনা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকতে চলেছেন বলে খবর। অন্যদিকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কেন্দ্রীয় মহল থেকে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ প্রটোকল অনুযায়ী করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ এরকম অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে সাথে নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীরও উপস্থিত থাকার কথা। প্রসঙ্গত, নেতাজির জন্মদিবস আজ ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূলের দাবি, 23 শে জানুয়ারি দিনটিকে ‘জাতীয় ছুটি’ হিসেবে ঘোষণা করা হোক। তবে এখনো এই নিয়ে কেন্দ্রীয় সরকার কোন সিদ্ধান্ত জানায়নি। সবমিলিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে রাজ্য রাজনীতিতে বড় চমকের অপেক্ষায় এই মুহূর্তে রাজ্যবাসী।

প্রসঙ্গত, রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে একুশের বিধানসভা নির্বাচন প্রধানমন্ত্রীর নেতাজির জন্ম দিবস পালন অন্যতম কারণ। বাংলার মানুষের মনের কাছাকাছি যাওয়াই এখন গেরুয়া শিবিরের অন্যতম লক্ষ্য বলা যায়। আপাতত দেখার, আমন্ত্রণ পেলেও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত হন কিনা! তবে আপাতত বিতর্ক জমে উঠেছে, পরাক্রম দিবস ভার্সেস জাতীয় ছুটি নিয়ে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!