এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রতি বুধবার শ্রী গণেশের পুজো দিন এই সব জিনিস দিয়ে, ফিরে আসবে সৌভাগ্য

প্রতি বুধবার শ্রী গণেশের পুজো দিন এই সব জিনিস দিয়ে, ফিরে আসবে সৌভাগ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বুধবার শ্রী গণেশ ঠাকুরের দিন। শাস্ত্র মতে, এই দিন যদি আমরা তার পূজা করি তবে আমাদের জীবনে সৌভাগ্য ফিরে আসে। সংসারের অর্থকষ্টও দূর হয়। কিন্তু পূজাতে যেমন ভক্তির প্রয়োজন, তেমনই পালন করা দরকার পূজার সঠিক নিয়ম। জ্যোতিষেরা বলে থাকেন, বুধবারে যদি আমরা গণেশ ঠাকুরকে বিশেষ কিছু জিনিস বা গাছের পাতা দিয়ে পূজা করি তবে আমাদের জীবনে অর্থের অভাব হয় না। সেই বিশেষ পাতাগুলি কী, তাই জেনে নেবো আমরা এক এক করে।

১. বহ্মরায়া পাতা – জ্যোতিষীরা বলেন, যদি আমরা প্রতি বুধবার সকালে স্নান সেরে সুদ্ধ হয়ে গণেশ ঠাকুরের ছবি বা মূর্তির সামনে বহ্মরায়া পাতা দিয়ে পূজা করি, তবে আমাদের অর্থাগম হয়। চাকরি পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। সঙ্গে, “ওম্ গণপতি নমঃ” মন্ত্র জপ করতে হবে।

২. বেল পাতা – আপনি যদি প্রতি বুধবারে বেল পাতা দিয়ে শ্রী গণেশ ঠাকুরের পূজা দেন তাহলে, শাস্ত্র মতে, আপনার মনস্কামনা পূর্ণ হবে। এমনকি, সন্তান কামী নারীরাও মা হতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৩. অর্জুন পাতা – আপনি যদি রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চান তবে, জ্যোতিষ মতে, প্রতি বুদবারে ১১টি অর্জুন পাতা দিয়ে গণেশ ঠাকুরকে পূজা দিলে আরোগ্য লাভ হবে।

৪. তেজ পাতা – শাস্ত্র বলে, যদি আমরা প্রতি বুধবারে শ্রী গণেশ ঠাকুরকে ৭টি তেজ পাতা দিয়ে পূজো দিই তবে কোনো রোগ ব্যাধি আমাদের স্পর্শ করতে পারে না। এর দ্বারা কোনো প্রকার দূর্ঘটনা থেকেও রক্ষা পাওয়া সম্ভব হয়।

৫. ওক পাতা – শাস্ত্র মতে, বুধবারে যদি গণেশ ঠাকুরকে আমরা ওক পাতা অর্পণ করতে পারি, তবে আমাদের জীবনে অবশ্যই সৌভাগ্য ফিরে আসে এবং সকল প্রকার শুভ ফল লাভ হয়।

ভাবুন, শাস্ত্র মতে, গাছের পাতা দিয়ে আমরা কতো সহজই আমরা আমাদের জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে পারি। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ লাভ করতে জ্যোতিষ মত অনুযায়ী এই সকল পাতা তার পূজায় অর্পণ করতেই পারেন। কে বলতে পারে কীসে যে কী হয়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!