এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > লটারি দুর্নীতিতে তৃণমূলের যোগ? “কালো টাকা সাদা হচ্ছে” কটাক্ষ সুকান্তর!

লটারি দুর্নীতিতে তৃণমূলের যোগ? “কালো টাকা সাদা হচ্ছে” কটাক্ষ সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লটারি দুর্নীতির তথ্য ফাঁস হতেই এবং কোটি কোটি টাকা উদ্ধার হতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বাংলা সহ গোটা দেশে। পশ্চিমবঙ্গেও এই গোটা ঘটনার পেছনে তৃণমূল জড়িত বলে দাবি করছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার এই মার্টিন লটারিকে কটাক্ষ করার পাশাপাশি তৃণমূলের অনেকে এই সুযোগে কালো টাকা সাদা করে নিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এই মার্টিন লটারি গোটা ভারতবর্ষের অন্য লটারি কোম্পানিগুলোকে গিলে খেয়েছে। আপনারা দেখেছেন, এর আগেও ডিয়ার লটারির নাম করে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কলকাতার একজন তৃণমূল নেতার নাম উঠে এসেছে। এরকম তৃণমূলের অনেকেই এই লটারি কোম্পানির আড়ালে নিজেদের কালো টাকা সাদা করে নিয়েছেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!