এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জনপ্রতিনিধি থেকে যুবনেতা! উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙ্গন তৃণমূলের! আমল দিচ্ছে না বিজেপি

জনপ্রতিনিধি থেকে যুবনেতা! উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙ্গন তৃণমূলের! আমল দিচ্ছে না বিজেপি

লোকসভা নির্বাচনে তৃণমূলের শক্ত ঘাঁটি কোচবিহার লোকসভা কেন্দ্র দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের প্রাক্তন যুবনেতা নিশীথ প্রামাণিক বিজেপি দলে নাম লিখিয়ে বিজেপির টিকিটে দাঁড়িয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন। যার পর থেকেই কোচবিহার জেলায় তৃণমূলের ভিত কার্যত আলগা হতে শুরু করে। তৃণমূলের দখলে থাকা একের পর এক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির মত জায়গাগুলিতে থাবা বসাতে শুরু করে ভারতীয় জনতা পার্টি।

দলবদল করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। তবে নিজেদের খারাপ অবস্থান থেকে ভালো অবস্থানের দিকে ঘুরে দাঁড়াতে লোকসভা নির্বাচনের পরেই একের পর এক জনসংযোগ কর্মসূচি নিতে শুরু করে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই “দিদিকে বলোর” মতো কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেতে শুরু করেছে তারা। আর তৃণমূল কংগ্রেসকে দেখে সাধারণ মানুষ কিছুটা হলেও আশ্বাস পাচ্ছে।

তাই এই পরিস্থিতিতে একসময় লোকসভা নির্বাচনে বিজেপির দিকে অনেক জনপ্রতিনিধিরা গেলেও, এখন ফের তৃণমূলের দিকে ফিরে আসতে শুরু করেছেন। যার ফলে আশাবাদী হতে দেখা যাচ্ছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বকে। সূত্রের খবর, বুধবার কোচবিহারের দিনহাটার নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের শালমারা গ্রামের বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। যার মধ্যে পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য এবং বিজেপির যুব মোর্চার জেলা নেতার মতো ব্যক্তিরা রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বিজেপি ছেড়ে প্রচুর মানুষ তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়ায় এদিন কিছুটা হলেও চাপে পড়ল কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। জানা যায়, এদিন এই বিপুলসংখ্যক কর্মী সমর্থকদের নিজের দেবীবাড়ির বাড়িতে এনে যোগদান করান কোচবিহার জেলা যুব তৃনমূলের সভাপতি বিষ্ণুপদ বর্মন। তৃণমূলের দাবি, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য সহ মোট 345 জন এদিন বিজেপি ছেড়ে তাদের দলে নাম লিখিয়েছেন।

তবে জেলা যুব তৃনমূলের সভাপতি নিজের বাড়িতে নিয়ে গিয়ে বিপুল সংখ্যক কর্মীদের যোগদান করানোয় পাল্টা তৃনমূলের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে জেলা যুব তৃনমূলের সভাপতি বিষ্ণুপদ বর্মণ বলেন, “এদিন নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের শালমারা গ্রামের 345 টি পরিবার বিজেপি ছেড়ে আমাদের সংগঠনে তথা দলে যোগদান করেছে।”

তবে এই ব্যাপারে কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা রায় বলেন, “ওরা যেভাবে সব জায়গায় দলবদল করাচ্ছে, এখানেও সেটাই করেছে। ভয় দেখিয়ে এসব করা হচ্ছে। তবে ওখানে যারা গিয়েছেন, তারা আদৌ আমাদের দলের কিনা, তা দেখতে হবে। এসব করে কিছু হবে না। ওদের যদি এলাকায় সংগঠনই থাকত, তাহলে তো এলাকাতেই দলবদলের অনুষ্ঠান করতে পারত। তা না করে কেন এত দূরে গাড়ি করে সকলকে আনতে হল!”

তবে বিজেপির জেলা সভানেত্রী যে কথাই বলুন না কেন, দিনকে দিন সমসাময়িক ঘটনায় কোচবিহার জেলায় দলবদলকে কেন্দ্র করে বিজেপি যে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতিতে এই দলবদল অব্যাহত হতে থাকে, নাকি পাল্টা তৃণমূলকে মাস্টারস্ট্রোক দেয় ভারতীয় জনতা পার্টি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!