এখন পড়ছেন
হোম > জাতীয় > লুডো খেলে উপনির্বাচনের প্রচার সারলেন কেন্দ্রীয় মন্ত্রী, জোর শোরগোল

লুডো খেলে উপনির্বাচনের প্রচার সারলেন কেন্দ্রীয় মন্ত্রী, জোর শোরগোল


 

লোকসভা নির্বাচনের পর অনেকে তাকে “ভোটপাখি” বলে কটাক্ষ করেছিলেন। তৃণমূলের পক্ষ থেকে সেই কটাক্ষের মাত্রা দ্বিগুণহারে বৃদ্ধি পেয়েছিল। সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর তাকে আর এলাকায় দেখতে পান না সাধারণ মানুষ বলে জনসাধারণের পক্ষ থেকেও নানা অভিযোগ উঠতে শুরু করেছিল। তবে এবার ভোটের প্রচারে এসে লুডো খেলে সাধারণ মানুষের পাশে থেকে মন জয় করার চেষ্টা করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

বস্তুত, আগামী 25 নভেম্বর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছুদিন আগেই সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে রায়গঞ্জের বিজেপির হয়ে প্রার্থী হয়ে তিনি জয়লাভ করলেও তার পর থেকে তাকে আর দেখা যায়নি। যা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। তবে এবার ভোটের সময় তিনি এলাকায় আসায় সেই প্রশ্ন আরও বাড়তে শুরু করেছে। তবে বিরোধীদের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, এদিন সাধারণ মানুষের সঙ্গে মিশে নিন্দুকদের সমালোচনার জবাব দেন দেবশ্রী চৌধুরী।

প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূলের শুভেন্দু অধিকারী সাংসদ হিসেবে তার কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এদিন সেই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকার ও শুভেন্দুবাবুর বিরুদ্ধে তোপ দাগেন দেবশ্রীদেবী। তিনি বলেন, “গত ছয় মাসে আমার সাংসদ কোটার 1 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দে কালিয়াগঞ্জে রাস্তাঘাট, শ্মশান ভবন, পানীয় জলের পরিকাঠামো তৈরি সহ 33 টি উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে। গত আট বছরে রাজ্য সরকার কালিয়াগঞ্জে কি উন্নয়ন করেছে, শুভেন্দুবাবুরা আগে সেই প্রশ্নের উত্তর দিন। বাসিন্দাদের পাঁচ বছর অপেক্ষা করতে অনুরোধ করছি। উন্নয়ন কাকে বলে, দেখিয়ে দেব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে দেবশ্রী চৌধুরীর পাশাপাশি এদিন রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডের হোটেলের সভাকক্ষ থেকে তৃণমূলকে আটকাতে কংগ্রেস এবং সিপিএমের কাছে ভোট চাইলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক রহুল সিনহা। তাহলে কি লোকসভা নির্বাচনের মতো কংগ্রেস এবং সিপিএমের ভোট এবারও বিজেপিতে ট্রানস্ফার করবে! আর তার জন্যই কি তাদের কাছে আগাম আবেদন জানিয়ে রাখলেন বিজেপির রাহুল সিনহা!

এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত এবং জেলা সিপিএমের সম্পাদক অপূর্ব পাল বলেন, “বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ও তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে কালিয়াগঞ্জের বাসিন্দারা ধীতশ্রীকে জয়ী করার শপথ নিয়েছেন। রাহুলরা সেটা বুঝতে পেরে কংগ্রেস, সিপিএমের নেতা-কর্মী-সমর্থকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।” এদিকে দেবশ্রী চৌধুরী এবং রাহুল সিনহার বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে কালিয়াগঞ্জ তৃণমূলের নির্বাচনী পর্যবেক্ষক তথা মন্ত্রী গোলাম রব্বানী বলেন, “আমরা আগেই বলেছি তৃণমূলকে হাড়াতে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম গোপন আঁতাত করেছে। এদিন রাহুলবাবু কংগ্রেস এবং সিপিএমের কাছে প্রকাশ্যে ভোট চেয়ে তা স্পষ্ট করে দিয়েছেন।” সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রচারে জমজমাট কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!