এখন পড়ছেন
হোম > রাজ্য > মা-মাটি-মানুষের সরকারের ৭ বছর পার করে, বাংলাকে বিশ্বসেরা করার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর

মা-মাটি-মানুষের সরকারের ৭ বছর পার করে, বাংলাকে বিশ্বসেরা করার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর


মা-মাটি-মানুষের সরকারের ৭ বছর পার করে, বাংলাকে বিশ্বসেরা করার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর। গত রবিবার ৭ বছর পূর্ণ হলো মা-মাটি-মানুষ সরকারের। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, ‘‌আজকের এই বিশেষ দিনে জনসাধারণকে জানাই অভিনন্দন। আমরা মানুষের জন্য কাজ করে যাব। বাংলা হবে বিশ্বসেরা। এটাই আমাদের অঙ্গীকার’‌। ২০১১ সালে সিপিএমকে ধরাশায়ী করে ক্ষমতায় আসে মমতা সরকার। এরপর ২০১৬ সালে ২১১ টি আসন দখল করে ক্ষমতা ধরে রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপর পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় ব্যাপক আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় আসার পর থেকে প্রতিশ্রুতি অনুযায়ী সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছেন তিনি, জঙ্গলমহলে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করেছেন, পাহাড়কে শান্ত করেছেন। এছাড়াও নানা প্রকল্পের ব্যবস্থা করেছেন। যেমন- কন্যাশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ। লোকশিল্পীদের জন্য চালু হয়েছে ভাতার ব্যবস্থা। ১০০ দিনের কাজেও এগিয়ে রয়েছে বাংলা। গ্রামকে উন্নত করতে রাস্তা ঝকঝকে করেছেন, আলো,জল পৌঁছে দিয়েছেন গ্রামে গ্রামে। জেলায় জেলায় তৃণমূলকে তারই প্রতিদান দিয়েছে জনসাধারণ। গত লোকসভা নির্বাচনে মোদী সরকারকে হারিয়ে ৩৪ টি আসন দখল করেছে তৃণমূল। আর তারপরেই সরব হয়েছে মোদী সরকারের বিরুদ্ধে। বার বার মুখ্যমন্ত্রী বিজেপিকে দুষেছে জিএসটি- নোটবন্দি প্রভিতির জন্য। এখন আসন্ন লোকসভাকে লক্ষ করে বিজেপিকে ধরাশায়ী করতে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ফ্রন্ট গঠন করতে চলেছেন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী সাত বছর আগের পাওয়া ক্ষমতার স্মৃতি রোমন্থন করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!