এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মদন মিত্রের মুখে বিদ্রোহের ‘আভাস’ মিলতেই তড়িঘড়ি শুভেন্দুর ছেড়ে যাওয়া দপ্তরে বড়সড় দায়িত্ব

মদন মিত্রের মুখে বিদ্রোহের ‘আভাস’ মিলতেই তড়িঘড়ি শুভেন্দুর ছেড়ে যাওয়া দপ্তরে বড়সড় দায়িত্ব


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ক্রমশই বাড়ছে। দলের একাধিক হেভিওয়েট দলের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন। শাসক দল তৃণমূলে পিকের কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। আবার এরমধ্যেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দলবদল করতে পারেন,এমন জল্পনাও চলছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ‘প্যাক আপ’ শব্দটি লিখে তীব্র শোরগোল ফেলে দিয়েছিলেন মদন মিত্র। আর এর পরেই তাঁকে সরকারি কমিটিতে স্থান দেয়া হলো। এক বিশেষ কমিটির চেয়ারম্যান করা হলো তাঁকে।

প্রসঙ্গত, গত শুক্রবারের দিনটি ছিল শাসক দল তৃণমূলের কাছে জোড়া ধাক্কার দিন। এদিন মন্ত্রিত্ব ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী, চলছে যার দলবদলের জল্পনা। এদিকে সেদিনই কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। কয়েক মাস ধরেই দলের প্রতি বিষেদাগার করছিলেন তিনি। সম্প্রতি তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, জটু লাহিড়ী দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূলে ভোটকুশলী প্রশান্ত কিশোরের বাড়বাড়ন্তের বিরুদ্ধে একাধিক বার তাঁরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন।

ফলে অস্বস্তি বাড়ছে তৃণমূলের। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ‘প্যাক আপ’ শব্দটি লিখে একেবারে ঝড় তুলে দিয়েছিলেন মদন মিত্র। গত সোমবার এই বিষয়ে ফেসবুক লাইভে বক্তব্য রেখেছিলেন তিনি। ফেসবুক লাইভে আকারে-ইঙ্গিতে তিনি জানিয়ে দিয়েছিলেন যে, দলের যেমন তিনি একজন বিশ্বস্ত সৈনিক, তেমনি আগামী বিধানসভা নির্বাচনের আগে দলের উচিত দলে তাঁকে আপন করে নেওয়া, তাঁকে বিশেষ পদ দেওয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ, দলের জন্য যেমন তিনি পরিচিতি পেয়েছেন, তেমনি দলকে দিয়েছেনও তিনি অনেক কিছু। অনেক বার তিনি জয় এনে দিয়েছেন। দলের সঙ্গে কোনদিন তিনি বিশ্বাসঘাতকতা করেননি, ভবিষ্যতেও তা তিনি করবেন না। তাঁর এই বক্তব্যের পর এবার তাঁকে সরকারি পদ দেয়া হলো। পরিবহন দপ্তরের কর্মীদের জন্য তৈরি বিশেষ কমিটির চেয়ারম্যান করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে।

গতকাল মঙ্গলবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাজ্যের পরিবহন দপ্তরের কর্মীরা স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সরকারি প্রকল্পগুলির সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা? তা খতিয়ে দেখতেই একটি বিশেষ কমিটি গঠন করা হলো। আর এই কমিটির চেয়ারম্যান করা হলো মদন মিত্রকে। মদন মিত্র ছাড়াও এই কমিটিতে আছেন ট্রান্সপোর্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর, এসটিএ’র ডেপুটি সেক্রেটরি, পরিবহন সংস্থার বিভিন্ন কমিটির সদস্যরা। এভাবেই মদন মিত্রের মুখে বিদ্রোহের আভাস পেতেই দ্রুত তাঁকে শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া দপ্তরে বড়োসড়ো দায়িত্ব দিল রাজ্য সরকার। বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক বিশ্লেষকদের দাবি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!