এখন পড়ছেন
হোম > রাজ্য > মদন মিত্রের সঙ্গে বিজেপি নেতাদের একাসনে বসিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মদন মিত্রের সঙ্গে বিজেপি নেতাদের একাসনে বসিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার দাঁতনের খণ্ডরুই রাজবাড়ি ময়দানে নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপধ্যায় । এদিন মঞ্চ থেকে এক বিস্ফোরক প্রশ্ন করলেন তিনি। তিনি বললেন, ” সারদার কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে একই মঞ্চে ছবি থাকার জন্য যদি মদন মিত্রকে জেল খাটতে হয়, তাহলে বিজয় মালিয়া, নীরব মোদির সঙ্গে ছবি থাকার জন্য বিজেপি নেতাদের কেন জেল হবে না? ”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একটি তালমিছরি কোম্পানির বিজ্ঞাপনের প্রসঙ্গ তুলে তিনি বললেন , ” বাজারে অনেক ফুল আছে। কিন্তু, জোড়া ফুল বাদে সব ফুল নকল। জোড়া ফুলে ভোট দেওয়া মানে উন্নয়নের সঙ্গে থাকা। বিরোধী দল অনেক জায়গায় প্রার্থী দিতে পারেনি। বলছে, তৃণমূল দিতে দেয়নি। যেখানে প্রার্থী দিতে পেরেছে সেখানে গণতান্ত্রিকভাবে লড়াই হোক। দেখবেন, যেখানে গণতান্ত্রিকভাবে লড়াই হবে সেখানেই পঞ্চায়েতের তিন স্তরেই তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন।”
সিপিএমের আমলে কোনও উন্নয়ন হয়নি। আজ তারা লাল জামাটা খুলে গেরুয়া জামা পরে বলছে, পদ্ম ফুলে ভোট দাও। প্রমাণ করতে হবে, বাংলার মাটিতে বিজেপি, সিপিএমের জায়গা নেই। জোড়া ফুলে ভোট দেওয়া মানে ভোটটা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!