এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের মধ্যেই নতুন কর্মসূচি নিয়ে নতুন করে রাজনীতির ময়দানে মদন মিত্র

পঞ্চায়েতের মধ্যেই নতুন কর্মসূচি নিয়ে নতুন করে রাজনীতির ময়দানে মদন মিত্র

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে প্রবলভাবে আন্দোলিত পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। এই সময় দলীয় প্রত্যক্ষ রাজনীতি থেকে কিছুটা দূরত্বে রয়েছেন প্রাক্তন পরিবহনমন্ত্রী ও সারদা মামলায় অভিযুক্ত মদন মিত্র। প্রত্যক্ষ রাজনীতিতে অংশ না নিলেও এরমধ্যেই তিনি অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা সংস্থার বিরুদ্ধে শীঘ্রই আন্দোলনে নামতে চলেছেন। মদন মিত্র আগামী ২৪শে এপ্রিল দুপুর ২ টো নাগাদ অ্যাপ ক্যাব সংস্থা উবারের আঞ্চলিক অফিসে ডেপুটেশন জমা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাপ ক্যাব অপারেটার্স গিল্ডের তরফে অভিযোগ করা হয়েছে, পরিষেবা শুরুর প্রথম দিকে ক্যাব সংস্থা গাড়ির মালিক ও চালকদের যে স্বপ্ন দেখিয়েছিল তা পূরণ হচ্ছে না। সেই ভিত্তিতেই প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রের নেতৃত্বে এই আন্দোলনের পরিকল্পনা। এদিন ক্যাব চালকদের প্রতিনিধি হিসেবে মদনবাবু সংবাদমাধ্যমকে মাধ্যম করে ঐ ক্যাব কোম্পানীকে সচেতন করে বলেন, “ওলা-উবার আগে লোভ দেখিয়েছিল যাদের গাড়ি থাকবে তারা মাসে এক লক্ষ ও ড্রাইভাররা ৩০ হাজার টাকা মাসিক পাবে। এখন ড্রাইভাররা ১০-১২ হাজার টাকাও পাচ্ছে না। আর মালিকরা গাড়ির ইএমআই দিতে পারছে না। বেকার যুবকদের রক্ত চুষে নিচ্ছে ওলা, উবার।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!