এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মদন মিত্রের খাসতালুক কামারহাটি কি তৃণমূলের হাতের বাইরে? জনরোষ আছড়ে পড়তেই উঠছে প্রশ্ন!

মদন মিত্রের খাসতালুক কামারহাটি কি তৃণমূলের হাতের বাইরে? জনরোষ আছড়ে পড়তেই উঠছে প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আমপান থেকে করোনা, বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভে এমনিতেই এই সমস্ত ইস্যুতে অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল। আর এমতাবস্থায় এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের গড়ে ঘটে গেল তুলকালাম কান্ড। সূত্রের খবর, সোমবার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিক্ষোভকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃনমূল কর্মীরা। যার ফলে জনসাধারণের থেকে কি তৃণমূল কংগ্রেস বিচ্ছিন্ন হচ্ছে! এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে কামারহাটি জুড়ে।

জানা গেছে, গত 9 জুন সাগর দত্ত মেডিকেল কলেজে করোনা হাসপাতাল রূপান্তরিত হওয়ার পর সমস্ত বিভাগের পরিষেবা সচল রাখার দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন। আর এর পরেই এদিন তাদের আন্দোলনে নামতে দেখা যায়। যেখানে সকাল সাড়ে দশটার সময় হাসপাতালে গেটের সামনে এই বিক্ষোভ শুরু হয়। শুরু হয় যানজট।

অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। আর এরপরই পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় তৃণমূল কর্মীরা এসে বিক্ষোভকারীদের এই আন্দোলন তুলে নেওয়ার জন্য হুঁশিয়ারি দেন বলে অভিযোগ উঠেছে। 50-60 জনের একটি দল লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের উপর মারধর করে বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। আর এতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের অভিযোগ, আন্দোলনকে দমাতে তৃণমূল কর্মীরা আন্দোলনকারীদের উপর এই আক্রমণ করেছেন। কিন্তু কেন হঠাৎ রুহুল কোভিদ এভাবে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করলো স্থানীয় বাসিন্দারা যেখানে তাদের পরিষেবা স্বাভাবিক ভাবে পাওয়ার জন্য হাসপাতালে আন্দোলন করছেন সেখানে কেন তৃণমূল কর্মীরা নাক গলাতে গেল? এতে তো জনসাধারনের কাছে তৃণমূলের ভাবমূর্তি আরও নষ্ট হল?

এদিন এই প্রসঙ্গে এক বাসিন্দা বলেন, “কোভিড পাতালের বিরোধিতা আমরা করছি না। অন্য ভবনে হাসপাতালটি করা হোক। যাতে বহির্বিভাগ সহ সব বিভাগে পরিষেবা পান সকলে। অথচ তৃণমূল কর্মীরা এই হামলা চালাল। তাদের মারে বেশ কয়েকজন আহত হয়েছেন।”

এদিকে এই প্রসঙ্গে কামারহাটির এক তৃণমূল নেতা বলেন, “কোভিড হাসপাতালের বিরোধিতায় একদল নেমেছে। অথচ এলাকার মানুষ চাইছেন, এখানে কোভিড হাসপাতাল হোক। রাস্তা অবরোধ, বিক্ষোভ এলাকার মানুষ চাইছেন না। তাই তারা এর প্রতিবাদ করেছেন।” তবে তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারে যে সাফাই দেওয়া হোক না কেন, রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রীর গড় যেভাবে উত্তপ্ত হয়ে উঠল, তাতে তৃণমূলের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে জনমানসে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!