ময়দানে নেমেই খুল্লামখুল্লা আক্রমনে যেতে গিয়ে বিজেপির এক চালেই বড়সড় বেকায়দায় মদন মিত্র? তৃণমূল পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া বিজেপি রাজনীতি রাজ্য January 28, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর দীর্ঘদিন দলে কিছুটা পিছিয়ে থাকা মদন মিত্র আবার সামনের সারিতে উঠে এসেছেন। একের পর এক সভা সমিতি থেকে সেই শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা যাচ্ছে তাকে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীকে। তবে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস মদন মিত্রকে আসরে নামালেও, এবার তার একটি মন্তব্যের জন্য ব্যাপক চাপে পড়তে হল ঘাসফুল শিবিরকে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মা সীতার কথা তুলে আনেন মদন মিত্র। আর তার সেই মন্তব্যকে হাতিয়ার করে হিন্দু ভাবাবেগে তিনি আঘাত করেছেন বলে অভিযোগ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই ঘটনা নিয়েই রীতিমত শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 25 জানুয়ারি পুরুলিয়ার কাশিপুর থানার সেবাব্রত মাঠে একটি সভা করেন তৃণমূলের মদন মিত্র। আর সেখানেই বিজেপিকে আক্রমন করতে গিয়ে রাম সীতার প্রসঙ্গ তুলে আনেন তিনি। আর এরপরই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মদনবাবু উস্কানিমূলক মন্তব্য করে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, মঙ্গলবার সন্ধ্যায় কাশিপুর এবং ঝালদা থানায় উপস্থিত হয়ে সেই মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ করতে উদ্যত হন স্থানীয় বিজেপি নেতারা। বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ করার কথা জানানো হলেও, এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো মামলা রুজু করা হয়নি বলেই খবর। আর এই পরিস্থিতিতে দলের হয়ে ময়দানে নামার সঙ্গে সঙ্গে যেভাবে মদন মিত্রের মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি ময়দানে নেমে পড়ল, তাতে তৃণমূল এবং মদন মিত্র যে যথেষ্ট চাপে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই মদন মিত্রকে চাপে ফেলতে এই ব্যাপারে কড়া পদক্ষেপের কথা জানিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “মদন মিত্র মা সীতার নামে যে মন্তব্য করেছেন, তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। গোটা হিন্দু সমাজকে তিনি অপমান করেছেন। পুলিশ অবিলম্বে ব্যবস্থা না নিলে পরবর্তীতে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে আমরা কোনো দায় নেব না।” অর্থাৎ এই গোটা ঘটনাকে হাতিয়ার করে বিজেপি যে এবার তৃণমূলের ঘুম উড়িয়ে দিতে পথে নেমে পড়বে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। এমনিতেই 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। সেখানে মদন মিত্রের এই ধরনের মন্তব্য যে বিজেপির কাছে বড় হাতিয়ার হয়ে গেল, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিজেপির পক্ষ থেকে মদন মিত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হলেও, প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -