এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মদন মিত্রের সঙ্গে একমঞ্চে হেভিওয়েট বিজেপি নেতা, ফের রক্তক্ষরণের আশঙ্কা গেরুয়া শিবিরে

মদন মিত্রের সঙ্গে একমঞ্চে হেভিওয়েট বিজেপি নেতা, ফের রক্তক্ষরণের আশঙ্কা গেরুয়া শিবিরে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলের একের পর এক রথী-মহারথী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে শুরু করেছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় হতেই আবার অনেকে ফিরতে শুরু করেছেন ঘাসফুল শিবিরে। যার ফলে রাজ্য বিজেপিতে ক্রমাগত বাড়ছে ভাঙ্গন। এই পরিস্থিতিতে এবার মদন মিত্রের সঙ্গে এক মঞ্চে দেখা গেল বিজেপি নেতা প্রবীর ঘোষালকে।

পোড়খাওয়া রাজনীতিবিদ, প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগদান করেন। চার্টার্ড বিমানে করে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। তবে নির্বাচনে পরাজয়ের পর থেকে দলের সঙ্গে তার তেমন একটা সম্পর্ক নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যে কোনো সময় তিনি তৃণমূলে যোগদান করতে পারেন, এমন একটা জল্পনা চলছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে এবার কোন্নগরে বইমেলার অনুষ্ঠানে মদন মিত্রের সঙ্গে এক মঞ্চে দেখা গেল প্রবীর ঘোষালকে। যা থেকে পারদ চড়তে শুরু করেছে প্রত্যাবর্তনের জল্পনার। তবে বিষয়টিকে নস্যাৎ করে দিয়ে প্রবীর ঘোষাল জানালেন, এটা রাজনীতির জায়গা না। বইমেলায় এ বিষয়ে কোনো কথা তিনি বলতে চান না।

কিন্তু মদন মিত্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, প্রবীর ঘোষালকে যদি আবার দলে নেয়া হয়, তবে তাঁকে তিনি স্বাগত জানাবেন। মদন মিত্রের এই বক্তব্য তাঁর দলবদলের জল্পনাকে অনেকদূর বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছিলেন যে, দলবদল করলেও প্রবীর ঘোষালের সঙ্গে তাঁদের যোগাযোগ আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!