এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মদনকে নিয়ে বিড়ম্বনার মাঝেই ধর্নায় বসলেন চন্দ্রিমা, শাসকের অস্বস্তি তুঙ্গে!

মদনকে নিয়ে বিড়ম্বনার মাঝেই ধর্নায় বসলেন চন্দ্রিমা, শাসকের অস্বস্তি তুঙ্গে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসকেএমে গিয়ে প্রতিবাদ থেকে শুরু করে একাধিক বিষয়ে মন্তব্য করে রীতিমত খবরের শিরোনামে উঠে এসেছেন মদন মিত্র। আর তার একের পর এক বেলাগাম মন্তব্যের রীতিমতো চাপে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল মদন মিত্রকে কেন্দ্র করে চাপে পড়লেও এবার সেই তৃণমূলের হয়ে ময়দানে নেমে পড়লেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে বাংলার বকেয়া প্রাপ্য মেটানোর দাবিতে উত্তরবঙ্গে মহিলা তৃণমূলের পক্ষ থেকে শুরু হলো ধর্না কর্মসূচি। যার ফলে মহিলা তৃণমূলের এই কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের অস্বস্তি যে কিছুটা হলেও বৃদ্ধি পাবে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

 

প্রসঙ্গত, ইতিমধ্যেই শিলিগুড়ির হিলকার্ট রোডে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছে। মূলত, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধেই এই 32 ঘণ্টার ধর্না কর্মসূচি বলে জানিয়ে দিয়েছেন রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলা বাহুল্য, কিছুদিন আগেই গান্ধী মূর্তির পাদদেশে দুদিন ব্যাপী আন্দোলনে বসেছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, দুদিন পরেই এই আন্দোলন শেষ হয়ে যাবে না। আগামী দিনে পর্যায়ক্রমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আন্দোলন চলবে। আর তারই অঙ্গ হিসেবে মহিলা তৃনমূলের পক্ষ থেকে কলকাতার পর এবার উত্তরবঙ্গে ধর্না কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দেওয়ার একটা নয়া কৌশল অবলম্বন করা হচ্ছে বলেই মনে করছেন তৃণমূলের ঘনিষ্ঠ মহল।

পর্যবেক্ষকদের মতে, মদন মিত্রের একের পর এক মন্তব্যে কিছুটা হলেও বেকায়দায় রয়েছে তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে, তা যথেষ্টই তৃণমূলের কাছে চাপের কারণ। যদিও বা তা ধীরে ধীরে মিটে যাওয়ার পথে। আর এই পরিস্থিতিতে কেন্দ্রের শাসকদলের অস্বস্তি বাড়িয়ে মহিলা তৃণমূলের পক্ষ থেকে উত্তরবঙ্গে এই ধর্না কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলে মহিলা তৃণমূলের এই কর্মসূচি কেন্দ্রের শাসক শিবিরের চাপ বৃদ্ধি করতে কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!