এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পুজো মিটতেই শাসকদলের মাদার-যুবর গোষ্টীদ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিন 24 পরগনা

পুজো মিটতেই শাসকদলের মাদার-যুবর গোষ্টীদ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিন 24 পরগনা

শারদোৎসব প্রায় শান্তিতে পার হলেও এবার সেই উৎসবের রেশ কাটতে না কাটতেই তৃনমূল এবং তৃনমূল যুবর গন্ডগোলে চরম চাঞ্চল্য ছড়াল দক্ষিন 24 পরগনায়। কিন্তু কি নিয়ে এই বিবাদ? সূত্রের খবর, কাঠালবেড়িয়া ও ফুলমালঞ্চ পঞ্চায়েতের দুটি গ্রাম পঞ্চায়েতের সিংহভাগ এলাকাতেই রয়েছে নদীর চর। জানা যায়, এই নদীর চরে জমি দখল এবং লোক বসিয়ে টাকা রোজগারের বিষয় নিয়েই শাসকদলের দুই সংগঠনের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালে রাজ্যে পালাবদলের পর এই অঞ্চলের পুরোটাই নিজেদের দখলে নিয়ে এসেছিল শাসকদলের মূল সংগঠনের নেতৃত্বরা। আর এর নেতৃত্বের পুরোভাগে ছিলেন স্থানীয় তৃনমূল বিধায়ক জয়ন্ত নস্করের অনুগামী মন্টু গাজি। আর সেইসময় ক্ষমতা পেয়েই এই মন্টু গাজি নিজের বেশ কজন লোকেদের এই চরে বসবাসের জন্য জমি প্রদান করেন। কিন্তু এরপর কিছুদিন যেতে না যেতেই ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত তৃনমূল যুবর তরফ থেকে দখল করার পরই সেই মন্টু গাজির অনুগামী রঞ্জন সর্দার ও তার পরিবারকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এমনকী গত শুক্রবার দশমীর নিরঞ্জনের সময় সেই রঞ্জন সর্দারকে মারধরের অভিযোগ ওঠে দলেরই যুব সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। তবে শুধু মারধরই নয়, তার ঘরের সমস্ত জিনিসপত্রও ফেলে দেওয়া হয় পাশের পুকুরের জলে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

একাংশের মতে, মূল সংগঠন করাতেই দলের যুব সংগঠনের হাতে এই মার খেতে হল রঞ্জন সর্দারকে। তবে এই গোটা ঘটনায় দলীয় অন্তর্কোন্দলের বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন দক্ষিন 24 পরগনা জেলা তৃনমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী। তিনি বলেন, “সকলেই দলের সমর্থক। তবে এটা জমি নিয়ে ব্যাক্তিগত বিরোধের গন্ডগোল। ব্যাক্তি বিরোধকে কখনই দলীয় বিরোধ বলে চালানো যায় না।” তবে জেলা তৃনমূল সভাপতি যাই বলুক না কেন তৃনমূল এবং তৃনমূল যুবর গোষ্টীদ্বন্দ্বেই যে এই ঘটনা তা বুঝতে বাকি নেই কারোরই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!