এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মাধ্যমিকের শংসাপত্রে এই ব্যক্তির স্বাক্ষর থাকবে, লজ্জায় ধিক্কার জানালেন শুভেন্দু!

মাধ্যমিকের শংসাপত্রে এই ব্যক্তির স্বাক্ষর থাকবে, লজ্জায় ধিক্কার জানালেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। যেখানে পর্ষদ সভাপতি হিসেবে এই ফলাফল ঘোষণা করেছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে সেই সময়ে ধর্মের কথা উল্লেখ করে কত শতাংশ নম্বর পেয়েছে, সেই বিষয়টি উল্লেখ করেন পর্ষদ সভাপতি। আর সেই বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতেই তিনি কড়া ভাষায় ধিক্কার জানান। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির জেলে থাকা উচিত বলেও জানিয়ে দেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “লজ্জা হওয়া উচিৎ। এই লোকটার জেলে থাকা উচিত। পার্থ চট্টোপাধ্যায়ের যে ফাইভ ম্যান কমিটি ছিল, সেই কমিটিতে ইনি ছিলেন। ফেল করেছে, সেই রকম অযোগ্য ব্যক্তিকে চাকরি দিয়ে শিক্ষিত বেকারদের জীবন নষ্ট করেছেন। কাজেই সেই লোকের সই মাধ্যমিকের সার্টিফিকেট থাকবে, এটা বিদ্যাসাগরের দেশের মানুষের কাছে লজ্জার।”

স্বভাবতই এসএসসি বিতর্ক উস্কে দিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!