এখন পড়ছেন
হোম > রাজ্য > মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, জেনে নিন!

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক মহলের পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে। দীর্ঘ টালবাহানা চলছে এই দুই বড় পরীক্ষা নিয়ে‌। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের একাধিক পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, জুলাইয়ের শেষ এবং আগস্টের প্রথমে এই দুই পরীক্ষা নেওয়া হবে।

এক্ষেত্রে করোনা বিধি মানার পাশাপাশি তিন ঘন্টার পরীক্ষা দেড় ঘন্টায় নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে পরীক্ষার দিনক্ষন পর্ষদের পক্ষ থেকে ঘোষণা করা হবে বলেও শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আর তারপর থেকেই দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় এবং পরীক্ষা নিয়ে দোলাচলে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে তৎপরতা তৈরি হয়। নতুন করে পড়াশোনার দিকে মনোযোগী হয়ে পড়েন তারা।

কিন্তু তারপরই হঠাৎ করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণার কথা থাকলেও, পর্ষদ এবং সংসদের পক্ষ থেকে তা বাতিল করে দেওয়া হয়। আর তারপরই বিশেষজ্ঞদের কমিটি গঠন করে এই দুই বড় পরীক্ষার ভবিষ্যৎ কি হবে, তার ব্যাপারে তাদের কাছ থেকে রিপোর্ট চায় রাজ্য সরকার। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সেই রিপোর্ট নবান্নের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এবার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যাপারে রাজ্যবাসীর মতামত চাইল রাজ্য সরকার।

সূত্রের খবর, আজ স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যাপারে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক, অভিভাবিকা এবং রাজ্যবাসীর মতামত চাওয়া হয়েছে। মূলত তিনটি বিষয় সেই বিজ্ঞপ্তিতে রেখে রাজ্যবাসীর মতামত চাইছে রাজ্য সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য করোনা ভাইরাসের এই সংকটকালে মুহূর্তে উচ্চ-মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা উচিত কি উচিত না!

পাশাপাশি যদি পরীক্ষা গ্রহণ করা হয়, তাহলে তা কিভাবে গ্রহণ করা উচিত! আর যদি পরীক্ষা গ্রহণ করা না হয় এবং তার ব্যাপারে মতামত দেন রাজ্যের মানুষ সহ পরীক্ষার্থী এবং অভিভাবকরা, তাহলে কিভাবে ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হবে, সেই ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ জীবনের সবথেকে দুই বড় পরীক্ষা করোনা ভাইরাসের কারণে কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে তাদের অভিভাবকরা।

এমনকি শিক্ষা মহলের বিশিষ্টজনেরা এই বিষয় নিয়ে চিন্তিত। পরীক্ষা হওয়া নিয়ে ব্যাপক দোলাচলে রয়েছে রাজ্যের পড়ুয়ারা। তাই এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করে সোমবার বেলা দুটোর মধ্যে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, অভিভাবিকা, এমনকি রাজ্যবাসীর মতামত ইমেইলের মধ্য দিয়ে প্রদানের আহ্বান জানাল রাজ্য সরকার।

বস্তুত, এই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই দোলাচলে রয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে একাধিক পরীক্ষা বাতিল করা হয়েছে। আর তারপরেই পরীক্ষা গ্রহণ করার কথা বলেও বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট চাইতে দেখা গেছে রাজ্য সরকারকে। অর্থাৎ করোনা ভাইরাসের এই সময় পরীক্ষা নিতে গিয়ে যাতে কোনো বিপত্তি না হয়, তার জন্য সব দিক থেকে সচেতনতা পালন করতে চাইছে রাজ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিশেষজ্ঞদের কমিটিতে পরীক্ষা না হওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে বলে খবর। আর এই পরিস্থিতিতে কি চাইছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক- অভিভাবিকা, সেই ব্যাপারে সকলের মতামত শুনতে চাইল নবান্ন। বলা বাহুল্য, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জীবনের সবথেকে বড় দুই পরীক্ষা। এর আগে করোনা ভাইরাস আসার কারণে উচ্চ মাধ্যমিকের বেশ কিছু বিষয় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে এবার যেভাবে করোনা ভাইরাস দাপট শুরু করেছে, তাতে প্রথম থেকেই পরীক্ষা হওয়ার ব্যাপারে সংশয় তৈরি হয়েছিল।

তবে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। পরীক্ষা হওয়ার ব্যাপারে কিছুটা হলেও পূর্বাভাস পাওয়া গিয়েছিল। তবে বিশেষজ্ঞরা সরকারকে এই ব্যাপারে রিপোর্ট দেওয়ার পরেই তৈরি হয়েছিল ধোঁয়াশা। একাংশ দাবি করছিলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া উচিত। তবে অনেকে আবার বলতে শুরু করেছিলেন, করোনা ভাইরাস যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে পরীক্ষা গ্রহণ করা কতটা যুক্তিযুক্ত হবে, তা অবশ্যই চিন্তার বিষয়।

তাই ছাত্র-ছাত্রীদের জীবনের দুই বড় পরীক্ষা নিয়ে দোলাচল সৃষ্টি হলেও এবার তার সমাধান করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এক্ষেত্রে অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে সাধারণ মানুষ এবং সর্বোপরি ছাত্রছাত্রীরা ইমেইলের মধ্যে দিয়ে এই পরীক্ষা গ্রহণ করার ব্যাপারে কি মতামত দেয় এবং তার পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!