এখন পড়ছেন
হোম > অন্যান্য > মাধুরী দীক্ষিতের বলিউড কুইন হয়ে ওঠা! মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে আছে ঘনিষ্ঠ দৃশ্যের কাঁটা?

মাধুরী দীক্ষিতের বলিউড কুইন হয়ে ওঠা! মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে আছে ঘনিষ্ঠ দৃশ্যের কাঁটা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বলিউডের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় অভিনেত্রী ধকধক গার্ল। মিষ্টি হাসির কারসাজিতে যিনি অন্য অভিনেত্রীদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য হন। তাঁর মন ভোলানো হাসি, তাঁর নাচের মহিমার জাদুতে গোটা দেশকে তিনি মুগ্ধ করে রেখেছেন। শুধু দেশেই নয় বিদেশেও তাঁর খ্যাতি আছে।

১৯৮৪ এর তাপস পালের বিপরীতে “অবধ” ছবি দিয়ে তাঁর ফিল্মি জীবনের পথ চলা শুরু। এই ছবি সেভাবে সাফল্য না পেলেও, ১৯৮৮র অনিল কাপুরের বিপরীতে “তেজাব” ছবি তাঁর বলিউডে জায়গা পাকা করে। তিনি ৭০ এর ওপর বলিউড ছবিতে কাজ করেন। তিনি ” হাম আপকে হে কউন”, “দিল তো পাগাল হে” এর মতো রোমান্টিক ছবি উপহার দেন দর্শকদের। ২০০৮ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।

তবে পেশা জগতের এই রাস্তাটা খুব একটা সহজ ছিলনা তাঁর জন্য। সাফল্য পাওয়ার আগে তাঁকে পেরোতে হয়েছে অনেক কাঁটা। কেরিয়ার এর প্রথম দিকের ছবিগুলি সাফল্য না পাওয়ায় তাঁর হতাশার মাত্রা বাড়তে থাকে। তবে ভেঙে না পড়ে তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উপায় হিসেবে সিদ্ধান্ত নেন নামী অভিনেতা এর সঙ্গে কাজ করার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর ‘বাগদান’ এর মত ছবিতে সাহসী ভূমিকায় অভিনয় করেন তিনি। সেই সিনেমায় তাঁকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। এমনকি, এরপরে শেখর সুমনের সঙ্গে এক বি-গ্রেড সিনেমাতেও তিনি অভিনয় করেন।

পরপর এইভাবে অস্বস্তিকর দৃশ্যে অভিনয় করে তিনি তখন বেশ অস্বস্তিতে। ফলে সিদ্ধান্ত নেন, আর কোনো বড় ব্যানার ছাড়া সিনেমা করবেন না। এরপর তাঁর কাছে যখন ‘পরিন্দা ‘ ছবির অফার আসে তখন সাহসী দৃশ্যের কথা ভেবে তিনি পরিচালক বিধুবিনোদ চোপড়া এর সঙ্গে। তিনি পরবর্তীকালে মাধুরীকে নিজের সত্তার উর্ধ্বে উঠে কাহিনীর চরিত্রের সঙ্গে একাত্ম হতে বলেন। ফলে ঘনিষ্ঠ বা চুম্বন দৃশ্য নিয়ে মনের মধ্যে অনেক ঝড় চললেও, শেষ পর্যন্ত তিনি তা সফলভাবে করতে পারেন।

সেদিনের সেই শিক্ষা যে মাধুরী দীক্ষিত কে পরবর্তী কর্ম জীবনে কতখানি শিক্ষা দিয়েছিল তা মাধুরী দীক্ষিত নিজে স্বীকার করে নিয়েছেন। সেই ছবি এনে দিয়েছিল তাঁকে জাতীয় পুরষ্কার। এরপর একে একে অনেক ছবিতেই তিনি কাজ করেছেন। তিনি শিখেছেন কিভাবে অভিনয় আর ব্যক্তি সত্ত্বাকে আলাদা করতে হয়। ফলে পরবর্তীকালে অনেক সিনেমাতেই তিনি ঘনিষ্ঠ দৃশ্যে সাবলীল অভিনয় করেছেন।

তবে, তাঁর ঘনিষ্ঠ বৃত্ত প্রায়শই অভিযোগ করে থাকেন, ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ের সময় অন্তত ২ জন অভিনেতার আচরণ তাঁকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। মাধুরী দীক্ষিতের ভক্তদের যদি জিজ্ঞাসা করেন – তাহলে তাঁরা তাঁর অভিনয়ের থেকেও তাঁর হাসিকে অনেক উপরে রাখবেন। কিন্তু সেই ভুবন ভুলানো হাসির আড়ালে লুকিয়ে আছে অনেক লড়াই। এক সাধারণ নারী থেকে বলিউডের ১ নম্বর আসনে বসতে গিয়ে অনেক এমন দৃশ্য – যা তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। আর তাই হাসির আড়ালের যন্ত্রনা ঠিক কতটা জানা যাবে – যেদিন তিনি আত্মজীবনী লিখতে বসবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!