এখন পড়ছেন
হোম > রাজ্য > কারখানার সেপ্টিক ট্যাঙ্কে তৃণমূল ওয়ার্ড সভাপতির দেহ, তুলকালাম মধ্যমগ্রামে

কারখানার সেপ্টিক ট্যাঙ্কে তৃণমূল ওয়ার্ড সভাপতির দেহ, তুলকালাম মধ্যমগ্রামে

রবিবার সকালে মধ্যমগ্রাম পুরসভার এক নম্বর ওয়ার্ডের একটি কারখানা থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। জানা গেছে মৃত ব্যক্তির নাম সুদীপ দাস। তিনি মধ্যমগ্রাম পুরসভার এক নম্বর ওয়ার্ডেরই তৃণমূল সভাপতি ছিলেন। একই সাথে তাঁর আরেকটি পরিচয় হল তিনি ওই কারখানাতেই নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। কর্মরত অবস্থায় তাঁর মৃত্যু নিয়ে রবিবার চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

জানা গেছে শনিবার সকাল ৬টা নাগাদ কারখানার কাজে যোগ দেওয়ার পরই তাঁর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর পুলিস অনুসন্ধানে নেমে কারখানার সেপ্টিক ট্যাঙ্কের ভিতর থেকে তৃণমূল নেতার দেহ উদ্ধার করে। মৃতদেহের মাথায় ভারী বস্তুর আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিস। যে সেপ্টিক ট্যাঙ্কের ভিতর দেহ উদ্ধার হয়েছে, তার উপর একটি টেবিল চাপা দেওয়া ছিল। এর আগেও অনুসন্ধানের সময় ওই কারখানারই আরেকটি সেপ্টিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়েছিল পুলিস। ফলে টেবিল চাপা দেওয়া আসলে তাদের বিভ্রান্ত করার চেষ্টা বলেই মনে করছে পুলিস।

তদন্তে নেমে বেশ কয়েকটি সি সি টি ভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস জানতে পেরেছে মুখে গামছা বাঁধা এবং ব্যাগ হাতে এক ব্যক্তি অনুসরণ করছিল সুদীপ কাজে যোগ দিতে কারখানার ভিতর ঢোকার সময়। প্রায় ৫০ মিনিট পর ওভাবেই একা বেরিয়ে আসে ওই ব্যক্তি। পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, মুখে গামছা বাঁধা ওই ব্যক্তিই খুনি। ফুটেজ দেখে তাকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে।

এলাকায় ভালো মানুষ এবং দলে কর্মঠ নেতা বলে পরিচিত সুদীপকে কে, কেন খুন করেছে তা জানতে সুদীপের আত্মীয়বন্ধু, প্রতিবেশী এবং তৃণমূল নেতাকর্মীদের জেরা করছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!