এখন পড়ছেন
হোম > রাজ্য > মাধ্যমিকের ফলাফল ভালো হলেও, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে চিন্তা! সংশয়ে অভিভাবকরা!

মাধ্যমিকের ফলাফল ভালো হলেও, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে চিন্তা! সংশয়ে অভিভাবকরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতির কারণে এবারে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে সম্প্রতি মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে যেখানে অভূতপূর্ব রেজাল্ট সামনে এসেছে। প্রায় 100 শতাংশ ছাত্র-ছাত্রী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। 90 শতাংশের ঘরে নাম্বার পেয়েছেন অনেকেই। অতীতে এরকম সাফল্য শেষ কবে দেখা গেছে, তা অনেকেই মনে করতে পারছেন না। স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষা না হয়েও, ছাত্র-ছাত্রীদের এই অভূতপূর্ব সাফল্যে খুশি সকলে। কিন্তু এই সাফল্য নিয়েও চিন্তা তৈরি হয়েছে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে। কেননা এত পরিমাণে পাস এবং বিপুল নম্বর পাওয়া কি ভবিষ্যতে চেয়ে ছাত্র-ছাত্রীদের অন্তরায় হয়ে দাঁড়াবে না! একাংশের প্রশ্ন, এত বিপুল ছাত্রছাত্রীরা কি একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন? অনেকেই অত্যন্ত বেশি নম্বর পেয়েছেন। সেদিক থেকে কিভাবে সেই ছাত্র, ছাত্রীদের পছন্দের বিষয় বন্টন করা হবে, এখন তা নিয়েও চিন্তা ক্রমশ বাড়ছে।

 

অভিভাবকদের একাংশ বলছেন, এবারের মাধ্যমিক ফলাফলের অনেকেই 90 থেকে 100 এর মধ্যে নম্বর পেয়েছেন। স্বাভাবিকভাবেই তাদের অনেকের মনেই পছন্দের বিষয় নেওয়ার তাগিদ থাকবে। কিন্তু সেই পছন্দের বিষয় নিতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। কেননা একসাথে এতজনকে কিভাবে পছন্দের বিষয় দেওয়া সম্ভব হবে, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মাধ্যমিকের সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ এবং পছন্দের বিষয় নিয়ে পড়ার ইচ্ছা ব্যাপক জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে একাংশের মধ্যে। এদিকে এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, “উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে একাধিক শ্রেণিতে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিজেই আসন বাড়াতে পারে। তা সত্ত্বেও রাজ্যের শিক্ষা দপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছি, একাদশ শ্রেণিতে আসন বাড়ানোর প্রয়োজন হলে আমাদের যেন নির্দেশ দেওয়া হয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সাফল্যের চূড়ান্ত শিখরে যাওয়া ছাত্রছাত্রীরা প্রত্যেকেই চাইবে, তাদের পছন্দের বিষয় নিতে। সেক্ষেত্রে অনেকেরই ইচ্ছা এক হয়ে দাঁড়াবে। আর সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে এত বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রীদের এক বিষয় নেওয়ার তাগিদ প্রধান সমস্যা। বিভিন্ন বিদ্যালয়ের আসন সংখ্যা সীমিত। সেদিক থেকে সেই আসন সংখ্যার ঊর্ধ্বে মাধ্যমিকে সাফল্য পাওয়া ছাত্র ছাত্রীদের পছন্দের বিষয় দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর তা নিয়েই এখন তৈরি হয়েছে চিন্তা। যার ফলে অনেক ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দের বিষয় নাও পেতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও বা এই ব্যাপারে যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ব্যবস্থা গ্রহণ করবে, তা মহুয়াদেবীর কথা থেকেই কার্যত স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আসন বাড়ানো হতে পারে বলে জানিয়ে দিলেন তিনি। তবে মহুয়াদেবী যে কথাই বলুন না কেন, মাধ্যমিকে ব্যাপক সাফল্য পাওয়ার পর এবার উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে নয়া চিন্তা তৈরি করেছে শিক্ষার্থীদের মধ্যে। তবে সেই উদ্বেগ কাটাতে কি পদক্ষেপ গ্রহণ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!