এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > জব ওপেনিং > মাধ্যমিক পাশেই ভারতীয় ডাক বিভাগে প্রচুর শুন্যপদে চাকরির সূবর্ণ সুযোগ ! জেনে নিন বিস্তারিত !

মাধ্যমিক পাশেই ভারতীয় ডাক বিভাগে প্রচুর শুন্যপদে চাকরির সূবর্ণ সুযোগ ! জেনে নিন বিস্তারিত !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর মাধ্যমিকের মেধার ভিত্তিতেই  কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে চাকরির সূবর্ণ সুযোগ । সারা দেশজুরে  প্রচুর শূন্য পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে  ভারতীয় ডাক বিভাগে পক্ষ থেকে । উক্ত পদে ভারতের সমস্ত যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন । তবে আর দেরি না করে এখনি দেখে নিন বিস্তারিত তথ্য – 

গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য  আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য বিভাগে পাশ হতে হবে , উচ্চশিক্ষিত প্রার্থীরাও আবেদনের যোগ্য  তবে মধ্যমিকের মেধার ভিত্তিতে চুরান্ত  তালিকা প্রস্তুত করা করা হবে বলে জানা গেছে । বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে  সারাদেশে মোট শূন্যপদ সংখ্যা ৩৮ হাজার ৯২৬ টি এর মধ্যে বিভিন্ন রাজ্যের শুন্যপদের  সংখ্যা ভিন্ন ভিন্ন । পশ্চিমবঙ্গের ছাড়াও আরো অন্যান্য রাজ্যের শূন্য পদের সংখ্যা জানতে পারবেন আপনারা  নির্দিষ্ট  https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইট থেকে জানতে পারবেন । 

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে গ্রামীণ ডাক সেবক পদে পশ্চিমবঙ্গ সার্কেলের জন্য মোট শুন্য পদ রয়েছে ১৮৫০ টি । ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ০২/০৫/২০২২ থেকে আগামী ০৫/০৬/২০২২ তারিখ পর্যন্ত । আবেনদনের ফি হিসাবে ১০০ টাকা জমা দিতে হবে যা আপনি অনলাইনের মধ্যমে জমা দিতে পারবেন , তবে ক্ষেত্র বিশেষে নির্ধারিত প্রার্থীদের আবেনদনের ফি-তে ছাড় র‍য়েছে যা নোটিফিকেশন থেকে বিস্তারিত পেয়ে যাবেন ।আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত তবে  সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন । নির্বাচিত প্রার্থী সাম্মানিক বেতন পাবেন প্রতি মাসে পদ ভেদে ১০০০০ থকে ১২০০০ টাকা । 

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!