এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মাধ্যমিক পাশ করলেই গ্রূপ-ডি পদে খুলে যাচ্ছে চাকরির দরজা! কোথায়? কিভাবে আবেদন করবেন? জানুন

মাধ্যমিক পাশ করলেই গ্রূপ-ডি পদে খুলে যাচ্ছে চাকরির দরজা! কোথায়? কিভাবে আবেদন করবেন? জানুন


করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন হবার ফলে বহু মানুষের চাকরি চলে গেছে বলে শোনা যাচ্ছে। অসহায় অবস্থায় অনেকেই দিন কাটাচ্ছে বলে খবর। এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য এবার রাজ্য সরকার নিয়ে এল নতুন একটি কাজের সুযোগ। আর ঘরে বসে না থেকে নতুন কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে রাজ্য সরকার। তবে এই চাকরিতে যোগ দিতে গেলে কোন বড় ডিগ্রী না থাকলেও চলবে বলে জানা গেছে। শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাসখলেই হবে।

কলকাতায় গ্রাহক সেবা বিভাগে পার্ট টাইমে গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে। সেক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হবে বলে জানা গেছে। জানা যাচ্ছে, আগ্রহী প্রার্থীরা আগামী 5 অক্টোবরের মধ্যে আবেদন করতে পারেন শূন্য পদের জন্য। এক্ষেত্রে শূন্যপদ ছটি। আবেদন করতে গেলে প্রার্থীকে হতে হবে অবশ্যই উচ্চমাধ্যমিক কিংবা মাধ্যমিক পাস এবং কলকাতা অথবা কলকাতার আশেপাশের বাসিন্দা।

আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ 30 বছর। জানা গেছে এই পদে চাকরি পেলে মান্থলি 3000 টাকা করে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে এই ঠিকানায়- দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ক্রেতা সুরক্ষা ভবন, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, প্রথম তল, ১১এ, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা-৭০০০৮৭। আবেদনপত্র পাঠানোর শেষ দিন আগামী 28 সেপ্টেম্বর থেকে 5 ই অক্টোবর, বেলা 12 টা থেকে দুপুর তিনটের মধ্যে।

আবেদনপত্র গ্রাহ্য হলে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হবে। কোথায় কবে ইন্টারভিউ নেওয়া হবে সে ব্যাপারে বিশদে জানার জন্য নজর রাখতে হবে www.wbconsumers.gov.in ওয়েবসাইটে। বিরোধীদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার একের পর এক জনমোহিনী ঘোষণা করে চলেছে। জনগণকে পাশে পেতে শাসক দল ক্ষমতায় থাকার দরুণ কিছুটা যে সুবিধা পাচ্ছে, সে কথা বলাই বাহুল্য। তবে সরকারের দাক্ষিণ্যে খুশি হয়ে জনগণ ভোট বাক্সে তার ছাপ ফেলে কিনা, সে দিকে কিন্তু নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!