এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মাধ্যমিকে টেক্কা জেলার, কলকাতা নেই মেধা তালিকাতেও

মাধ্যমিকে টেক্কা জেলার, কলকাতা নেই মেধা তালিকাতেও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনা পরিস্থিতি আসার আগেই সম্পন্ন হয়েছিল রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা পরিস্থিতিত চলার জন্য এতদিন মাধ্যমিকের ফল নিয়ে আশঙ্কা ছিল সব মহলেই। দীর্ঘদিন পর মাধ্যমিকের ফল প্রকাশে গ্রীন সিগনাল দেয় রাজ্য শিক্ষা দপ্তর। আর সেই অনুযায়ী গত বুধবার মাধ্যমিকের ফল প্রকাশ হয় রাজ্যজুড়ে। অন্যদিকে মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে, রাজ্যজুড়ে জেলার জয়জয়কার। মেধা তালিকার নিরিখে কলকাতার কেউ আসে পাশে আসতে পারেনি।

সেখানেও জেলার শিক্ষার্থীরা নিজেদের নামে এগিয়ে এনেছে সর্বাগ্রে। এই প্রথম মাধ্যমিক পরীক্ষায় কলকাতার হাতে এর পুরো শুন্য। বুধবার ভার্চুয়ালি সকাল দশটায় মাধ্যমিকের ফল প্রকাশ হয়। আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। অন্যদিকে মেধা তালিকায় শীর্ষে রয়েছে মেদিনীপুর জেলা। প্রথম 10 জনের মধ্যে স্থান পেয়েছে বিভিন্ন জেলার 84 জন পড়ুয়া। এবারে মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র অরিত্র পাল। তাঁর প্রাপ্ত নম্বর 694। অর্থাৎ 99.14 শতাংশ নম্বর পেয়েছে অরিত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবার দুজন দুই জেলা থেকে। একজন হল বাঁকুড়ার সায়ন্তন গড়াই এবং অন্যজন পূর্ব বর্ধমানের অভিক দাস। এরা দুজনেই 693 পেয়েছে। মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে আবার তিনজন। বাঁকুড়ার সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র, এবং অরিত্র মাইতি অধিকার। তিনজনই পেয়েছে 690। অন্যদিকে মাধ্যমিকে কলকাতার এরকম বেহাল অবস্থা দেখে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার দায় চাপালেন বাম শিবিরের ঘাড়ে। তবে তিনি জানিয়েছেন, পরিকাঠামো বদল হচ্ছে তাই ফল পেতে কিছুটা সময় লাগবে।

অন্যদিকে কলকাতায় মাধ্যমিকের খারাপ ফল ঘিরে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কলকাতার ছেলে মেয়েদের মাধ্যমিকে পিছিয়ে পড়ার কারণ ভালো ভালো ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার প্রবণতা বেড়েছে। যে কারণে জেলার স্কুলগুলির সাথে টক্কর দিতে পারছে না কলকাতার স্কুলগুলি। অন্যদিকে মাধ্যমিকের মেধা তালিকায় যেরকম কলকাতার পড়ুয়াদের নাম নেই ঠিক সেভাবেই পাসের হারের নিরিখেও কলকাতার পড়ুয়ারা গত বছরের তুলনায় একধাপ নেমে গিয়েছে বলে জানা যাচ্ছে। এমনিতেই করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের ফল প্রকাশের পর আবহ নজিরবিহীনভাবে উচ্ছ্বাসহীন।তার মধ্যেই এবার নতুন চিন্তা, কিভাবে ভর্তি হওয়া যাবে নতুন ক্লাসে করোনা আবহে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!