মধ্যপ্রদেশে কংগ্রেসের সাথে হাত মিলিয়ে নিলেন ইনি, সরকার গড়া সময়ের অপেক্ষা জাতীয় December 12, 2018 কারুর পৌষমাস তো কারুর সর্বনাশ কিন্তু বিজেপির পুরোপুরি সর্বনাশ হলেও কংগ্রেসের পুরোপুরি পৌষমাস হয়নি। কেননা ২৩০টি আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য চাই ১১৬টি আসন। কিন্তু কংগ্রেস পেয়েছে ১১৪টি আসন ফলে মধ্যপ্রদেশে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এলেও যথেষ্ট আসন নেই সরকার গড়ার মতো ফলে জোট করে সরকার গড়তে হবে তাদের। তবে নানা আলাপ আলোচনার পর এদিন কংগ্রেসকে আশ্বস্ত করে বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী জানিয়ে দেন যে তিনি বা তাঁর দল কংগ্রেসকে সমর্থন করছেন। আজ রাজধানী দিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন। ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে সাথেই জানিয়ে দেন দরকার পড়লে রাজস্থান ও ছত্তিশগড়েও রাহুলের দলকে সমর্থন জানাতে প্রস্তুত। এর ফলে যে বিজেপিকে বড় ধাক্কা দিয়ে দিলেন তিনি তা বলাই যায়। কেননা সামনেই লোকসভা ভোট আর সেখানেও কংগ্রেসকে সমর্থন করেন মায়াবতী তবে রক্তচাপ বব্যপির বাড়লো বই কমল না। আপনার মতামত জানান -