এখন পড়ছেন
হোম > জাতীয় > মধ্যপ্রদেশের টালমাটাল অবস্থার জন্য অভিযোগের তীর সরাসরি প্রধানমন্ত্রীর দিকে

মধ্যপ্রদেশের টালমাটাল অবস্থার জন্য অভিযোগের তীর সরাসরি প্রধানমন্ত্রীর দিকে


গণিত বড় গোলমেলে, আর তার জেরেই মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের অবস্থা টলমল। প্রাক্তন সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজে 2018 ডিসেম্বরে বিধানসভা নির্বাচনে জিততে পারেননি। তবে মধ্যপ্রদেশে কংগ্রেসের সংগঠন মজবুত করতে তাঁর ভূমিকার কথা অস্বীকারের কোনো উপায় নেই। যার জন্য তাঁর অনুরাগীও ছিল অনেক। কিন্তু বিধানসভা নির্বাচনে জেতার পর কংগ্রেসের ঘরেই তিনি হয়ে পড়েন কোণঠাসা। রাহুল গান্ধীর কাছের লোক হওয়া সত্ত্বেও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসন তিনি অধিকার করতে পারেননা।

উপরন্তু শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী কমল নাথের কলকাঠিতে তিনি কংগ্রেসের সভাপতির পদটিও হারিয়েছেন। সূত্রের খবর, সম্প্রতি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাবি জানিয়েছিলেন, রাজ্যসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য। কিন্তু তাঁর সেই দাবি নাকচ করে দেওয়া হয়। আর তার পরেই তাঁর এই রং বদল এর সিদ্ধান্ত। সূত্রের খবর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সঙ্গে আরও 22 জন বিধায়ক কংগ্রেস শিবির থেকে পদত্যাগ করেছেন। যার ফলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার রীতিমতো খাদের ধারে দাঁড়িয়ে আছে।

যে কোন মুহূর্তে মধ্যপ্রদেশের সরকার পড়ে যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আবার কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং পুরো ব্যাপারটাই নাটকীয় ভাবে ব্যাখ্যা করে চমকের ইঙ্গিত রাখছেন। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। আর এই পরিস্থিতিতে এই প্রথম নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন তিনি পরিষ্কারভাবে মধ্যপ্রদেশের সরকার পতনের পেছনে বিজেপি সরকারকে দায়ী করেছেন। মূলত প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে এদিন রাহুল গান্ধী কটাক্ষ করলেন।

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় এ প্রসঙ্গে একটি টুইট করেন এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখন নির্বাচিত সরকার ফেলতে ব্যস্ত। তাই হয়তো আপনার চোখ এড়িয়ে গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ৩৫ শতাংশ। আপনি কি এই লাভটুকু সাধারণ ভারতীয়দের সঙ্গে ভাগ করে নেবেন? তাহলে এক লিটার পেট্রলের দাম ৬০ টাকার নীচে নামবে। অর্থনীতি চাঙ্গা হবে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গেছে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পেশ করার আগেই কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সোজা গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এই দুজনের উপস্থিতিতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়। আর তারপরেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পরিকল্পনা অনুযায়ী নেত্রীর কাছে ইস্তফাপত্র জমা দেন এবং তার সাথেই কংগ্রেসের আরো 19 জন বিধায়ক তথা সিন্ধিয়ার অনুগামীরাও রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেন বলে জানা গেছে।

পরবর্তীতে বিজেপি দাবি করেছে, কংগ্রেস থেকে আরো 3 জন বিধায়ক দলবদল করে এসেছেন বিজেপি শিবিরে। অতএব পরিষ্কার ইঙ্গিত মিলেছে মধ্যপ্রদেশের কমলনাথের সরকার আপাতত পড়ছেই। আর এই পরিস্থিতির জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পূর্ন দোষারোপ করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার খবরে আশঙ্কা করা হচ্ছে তেলের দাম প্রতি ব্যারেল দশ ডলার পর্যন্ত নেমে যেতে পারে। পরবর্তীতে যা আরো কমতে পারে বলে অনুমান করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

এ প্রসংগে বিশেষজ্ঞরা দাবি করেছেন, বিশ্ব বাজারের তুলনায় যদি বর্তমানে ভারতে তেলের দাম এই হারে কমে যায় তা মোটেই সামঞ্জস্যপূর্ণ হবেনা। এই সমস্যাটিকে মাথায় রেখেই মধ্যপ্রদেশের রাজনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে দিয়েই দেশবাসীর সামনে তেলের সমস্যা নিয়ে কথা বললেন রাহুল গান্ধী। তিনি সরাসরি দোষারোপ করেছেন এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাত ছাড়ার পর পদ্মই যে তাঁর লক্ষ্য, তা দিনের সূর্য পশ্চিমে ঢলে পড়ার অনেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছে।

তবে এখন প্রশ্ন হলো কবে? সে ব্যাপারে ওয়াকিবহাল মহলের অনুমান, সম্ভবত মঙ্গলবার রাতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যোগ দিতে চলেছেন পদ্ম শিবিরে। যদিও শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, বৃহস্পতিবার এর আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা কম। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, 2014 সাধারণ নির্বাচন থেকেই একের পর এক ভোটে ধাক্কা খেতে খেতে কংগ্রেসের কাছে মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘটনা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। আপাতত পরিকল্পনা অনুযায়ী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পদ্ম শিবিরে যোগদান কবে করছেন তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষমান রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!