এখন পড়ছেন
হোম > রাজ্য > মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলছে শিক্ষাদপ্তর, জেনে নিন

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলছে শিক্ষাদপ্তর, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে গত মার্চ মাসের শেষ দিক থেকে লকডাউন ঘোষিত হয় দেশজুড়ে। এখন চলছে যারা আনলক বা নিউ নরমাল পর্ব। আনলক পর্বে প্রায় সমস্ত কিছু খুললেও শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ রাখা হয়েছে। এর ফলে সমস্যা বাড়ছে পড়ুয়া ও অভিভাবকদের। দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকায় তীব্র সমস্যায় পড়তে হয়েছে পড়ুয়াদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে সেই সমস্ত পড়ুয়াদের, যারা আগামী বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি দিতে চলেছে।

দীর্ঘ সময় ধরে বিদ্যালয় বন্ধ থাকার কারণে এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা সিলেবাসের সামান্য অংশও শেষ করতে পারেনি। যদিও, রাজ্যের শহরগুলিতে অনলাইনে ক্লাস নিয়ে অবস্থার কিছুটা সুরাহা করার চেষ্টা চলছে। কিন্তু গ্রামাঞ্চলের স্কুলগুলিতে অনলাইনে ক্লাস নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। এদিকে, রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন যে, এ বছরে কোন স্কুলে দশম বা দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা নেয়া হবে না। সমস্ত পরীক্ষার্থীরাই সরাসরি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বসতে পারবে।

এবার আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ কথা শোনা গেল। জানা যাচ্ছে , আগামী বছরে এই দুই পরীক্ষা পিছিয়ে জুন মাসে করার একটা সম্ভাবনা আছে। এমনটাই নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে। তবে সরকার এখনো এ বিষয়ে চূড়ান্ত কিছু ঘোষণা করেনি। করোনা সংক্রমনের কারণেই টানা ৮ মাস ধরে বন্ধ আছে রাজ্যের সমস্ত স্কুল। এই কারণে এ বছরের ক্লাস টুয়েলভ এর ছাত্র-ছাত্রীরা একটি ক্লাসও করতে পারে নি। ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে রাজ্যে এখনও তীব্র ভাবে রয়েছে করোনার সংক্রমণ। এ অবস্থায় কিভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি নেওয়া হবে? এটা নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে। এর ওপরে আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন মিটে গেলে, আগামী বছরের জুন মাসের দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া হতে পারে বলে, একটা সম্ভাবনা আছে। এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে নবান্ন সূত্রে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ সে নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে? সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় উদ্বেগ বাড়ছে পড়ুয়া ও অভিভাবকদের। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন সিলেবাস এর উপর ভিত্তি করে হবে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

এদিকে, করোনা সংক্রমনের আবহে মহারাষ্ট্র ও গুজরাট সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চের পরিবর্তে সেই রাজ্যগুলিতে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা মে মাসে নেয়া হবে। করোনা সংক্রমণ ও দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এই দুই রাজ্যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। এ রাজ্যেও পরীক্ষা পিছানোর সম্ভাবনা আছে। তবে কবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নেয়া হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে নি রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!