এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > মাধ্যমিক পাশেই মিলবে সরকারির এই পদে চাকরির সুযোগ ! জানুন বিস্বারিত

মাধ্যমিক পাশেই মিলবে সরকারির এই পদে চাকরির সুযোগ ! জানুন বিস্বারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার মাধ্যমিক পাশ করলেই মিলবে সরকারি চাকরি করার সুযোগ ,  স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি জিডি কনস্টেবল পদের জন্য । ১ অগাস্ট, ২০২১ তারিখ অনুযায়ী  18 থেকে 23 বছরের মধ্যবর্তী বয়সেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন ,প্রার্থীদের জন্মের তারিখ ০২-০৮-১৯৯৮-এর পূর্বে এবং ০১-০৮-২০০৩ তারিখের পরে হলে হবে না  ।  মোট শুন্য পদ র‍য়েছে ২৫২৭১ টি । এর মধ্যে পুরুষ ২২,৪২৪ টি , মহিলা ২৮৪৭টি ।   এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক পাশ হতে হবে ।  যে সমস্ত প্রার্থীদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তাদের জন্য নির্ধারক স্কেল গুলি দেওয়া হবে এনসিসির ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ- এনসিসি সি  সার্টিফিকেট যাদের রয়েছে তাদের ম্যাক্সিমাম 5% ইন্সেন্টিভ অথবা বোনাস পাবে পরিক্ষায়  । এনসিসি বি সার্টিফিকেট যাদের রয়েছে তারা ম্যাক্সিমাম 3% ইনসেনটিভ অথবা বোনাস পাবে পরিক্ষায় ।  এনসিসি এ  সার্টিফিকেট যাদের রয়েছে তারা ম্যাক্সিমাম 2% ইনসেনটিভ অথবা বোনাস পাবে পরিক্ষায় । আবেদন করার জন্য প্রার্থীকে এসএসসির অফিশিয়াল   https://ssc.nic.in/  ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে । আবেদন করার শেষ তারিখ হলো ৩১শে আগষ্ট ২০২১ ।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!