মাদককান্ডে ধৃত বিজেপি নেত্রী এবার প্রকাশ্যে আনলেন আরেক হেভিওয়েট বিজেপি নেতার নাম, বড়সড় সমালোচনার মুখে গেরুয়া শিবির কলকাতা বিজেপি রাজনীতি রাজ্য February 21, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকালই গেরুয়া শিবিরকে বড়োসড়ো অস্বস্তিতে ফেলে দলের অন্যতম যুব মোর্চার নেত্রী মাদককান্ডে ধরা পড়েন পুলিশের হাতে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় গেরুয়া শিবিরের অন্দরেও শুরু হয়ে যায় গুঞ্জন। নিউ আলিপুরে বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী কয়েক লক্ষ টাকার কোকেনসহ পুলিশের হাতে ধরা পড়েন। পাশাপাশি তাঁর আরেক সঙ্গী প্রদীপ দেও একই সাথে পুলিশের হাতে ধরা পড়ে। তিনিও একজন বিজেপি যুব নেতা বলে পরিচিত। পায়েল গোস্বামীকে আজ আলিপুর আদালত চত্বরে নিয়ে আসা হয় এবং সেখানেই এবার পায়েল গোস্বামী বড়োসড়ো বিস্ফোরণ ঘটান। আলিপুর আদালত চত্বরে এদিন চিৎকার করে পামেলা গোস্বামী তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন দলের আরেক নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে। পাশাপাশি পামেলা সিআইডি তদন্তের দাবি করেছেন। আলিপুর আদালত চত্বরে রীতিমত ঞ্জোর গলায় পুলিশ কর্মীদের সামনে পামেলা দাবী করেন কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংকে গ্রেফতার করতে হবে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা আবারও রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য জাগিয়েছে। সূত্রের খবর, পামেলা গোস্বামী দীর্ঘদিন ধরেই মাদকের ব্যবসা করেন বলে জানা গিয়েছে। পুলিশ বহুদিন ধরেই তাঁর ওপর নজর রাখছিলো। অবশেষে শুক্রবার সকালে নিউ আলিপুরের রাস্তায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হন পামেলা এবং তাঁর সঙ্গী প্রদীপ দে। এদিন আদালত চত্বরে পামেলা গোস্বামী চিৎকার-চেঁচামেচি পড়তে থাকলে পুলিশ তাঁকে জোর করে কোর্ট রুমের দিকে নিয়ে যায়। প্রসঙ্গত, পামেলা গোস্বামী সোশ্যাল মিডিয়ায় বিজেপির পরিচিত মুখ। তাঁকে রাজ্য বিজেপির যুব মোর্চার অন্যতম সাধারণ সম্পাদিকা করা হয় বিজেপির পক্ষ থেকে। একসময় তিনি এয়ারহোস্টেসের কাজ করতেন বলে জানা গেছে। পরবর্তীতে তিনি একটি বেসরকারি সংস্থার ইন্টিরিয়ার ডিজাইনার হিসেবেও চাকরি করেছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পারদর্শী ছিলেন তিনি বলে জানা গিয়েছে। তবে বিগত বেশ কিছুদিন ধরে পামেলা গোস্বামী গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন। কয়েকদিন আগেই বিজেপির একটি সভায় পামেলার মঞ্চে ওঠা নিয়ে বিতর্ক শুরু হয়। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পামেলা ফেসবুকে অভিযোগ করেন, তিনি মঞ্চে উঠতে গেলে বেশ কয়েকজন নেতা তাঁকে অসম্মান করেন। পাশাপাশি তিনি দলের অন্য আরেক নেত্রীর নাম করে ফেসবুকে ক্ষোভ উগরে দেন। অভিযোগ করেন, নেত্রীর উপস্থিতিতেই তাঁকে অসম্মান করা হয়। দলের অন্দরে মহিলাদের সম্মান নিয়ে প্রশ্ন তোলেন পামেলা। যদিও সেই পোষ্ট পামেলা নিজেই আবার ডিলিট করে দেন। সেই বিতর্কের রেশ মেলাতে না মেলাতেই পামেলা গোস্বামীর পুলিশের হাতে কোকেনসহ গ্রেফতারি। গেরুয়া বিরোধীরা অবশ্য এই দুটি ঘটনার যোগসূত্র খুঁজতে উঠেপড়ে লেগেছে। অন্যদিকে পামেলা গোস্বামী হেভিওয়েট বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে যেভাবে আওয়াজ তুললেন আজ প্রকাশ্য দিবালোকে, তাতে কিন্তু অন্য প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাকেশ সিং অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই গুরুত্বপূর্ণ সময়ে গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা যেভাবে মাদককান্ডে ধরা পড়লেন, তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে বলে মনে করা হচ্ছে। তার ওপর যেভাবে পামেলা আরেক নেতার নাম করলেন তাতে গেরুয়া শিবির তীব্র অস্বস্তির মুখোমুখি। আপাতত পরিস্থিতি সামলাতে রাজ্য বিজেপি কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন দেখার। আপনার মতামত জানান -