এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বোমা বানানোর সরঞ্জাম সহ মাদ্রাসার শিক্ষক সেজে থাকা দুই জেএমবি জঙ্গি গ্রেপ্তার

বোমা বানানোর সরঞ্জাম সহ মাদ্রাসার শিক্ষক সেজে থাকা দুই জেএমবি জঙ্গি গ্রেপ্তার

পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর আক্রমণে যখন কাশ্মীরের পুলওয়ামা কিছুটা হলেও আতঙ্কিত, ঠিক তখনই সেই জঙ্গী উপদ্রব থেকে ব্রাত্য নেই এই বাংলাও। এবার মাদ্রাসার আরবির শিক্ষক সেজে থাকা দুই জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। সূত্রের খবর, মুর্শিদাবাদ পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে রঘুনাথগঞ্জ থেকে ধৃত মুশিফুর রহমান ওরফে ফারুক এবং রাহুল আমিন ওরফে সাইফুল্লাহকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়।

জানা যায়, রঘুনাথগঞ্জের লক্ষীজোলা গ্রাম পঞ্চায়েতের ইছাখালি গ্রামে এই দুই জনই শিক্ষকতার সাথে যুক্ত ছিল। কিন্তু স্কুলে শিক্ষকতা করলেও তাদের আচরণের মধ্যে দিয়ে এতদিন কি কোনো কিছুই লক্ষ্য করেননি সেই স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে ধৃত মুজিবুর রহমানের স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, “মুশিফুর আমার স্কুলে আরবি ভাষার শিক্ষক হিসেবে 2014 সালে যোগ দিলেও তার আচরণের মধ্যে অস্বাভাবিক কিছু কখনও লক্ষ্য করিনি। তাই সে জঙ্গী হতে পারে- এটা আমার কেন জানি না বিশ্বাসই হচ্ছে না।”

একই কথা বলছেন সেই মুশিফুর রহমানের মা এবং প্রতিবেশিরা। অন্যদিকে ধৃত রাহুল আমিন বাবুপুর শিশু কল্যান মাদ্রাসার আরবি শিক্ষক হিসেবে 2013 সালে যোগ দিলেও সে অত্যন্ত মিশুকে ছিল বলেই জানান সেই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম। এদিকে এসটিএফের পক্ষ থেকে এই 2 শিক্ষকের জঙ্গি যোগের খবর পেয়ে তাদের গ্রেপ্তার করার ঘটনায় এখন তীব্র আতঙ্ক শুরু হয়েছে সেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। শিক্ষক সেজে বোমা বানানোর সরঞ্জাম তৈরির মত ঘটনা ঠিক কি ভাবে তারা করতে পারেন তা নিয়ে তীব্র আতঙ্ক গ্রাস করছে অনেকেরই মনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!