এখন পড়ছেন
হোম > রাজ্য > মাদ্রাসা ভোটে জিততেও বিরোধী বিধায়ককে হেনস্তার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মাদ্রাসা ভোটে জিততেও বিরোধী বিধায়ককে হেনস্তার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গ এবং নির্বাচনে অশান্তি – এই দুটো শব্দ যেন এখন প্রায় সমার্থক হয়ে দাড়িয়েছে। কেননা বর্তমানে দেখা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে স্কুল ভোট হোক বা মাদ্রাসা ভোট, প্রায় সমস্ত নির্বাচনেই ক্ষমতা ধরে রাখতে শাসকদলের রোষের মুখে পড়তে হচ্ছে বিরোধী দলের নেতা-নেত্রীদের।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা এমন অভিযোগ করলেও তা বরাবরই উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু রবিবার মালদহের চাচল থানার গোপালপুরে মাদ্রাসার নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে চরম বিবাদ প্রকাশ্যে চলে এল।

জানা যায়, রবিবার গোপালপুর হাই মাদ্রাসার স্কুল পরিচালন কমিটির নির্বাচন ছিল। যেখানে মূল লড়াই হচ্ছিল, তৃণমূল বনাম কংগ্রেস- সিপিএম জোটের মধ্যে। কিন্তু চাচল বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক অভিযোগ করেন যে, সেই নির্বাচন শুরু হতেই তৃণমূলের সমর্থকরা তাকে ঘিরে ধাক্কাধাক্কি এবং হেনস্থা করতে শুরু করে।

বস্তুত, এদিন এই নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে সেই মাদ্রাসায় উপস্থিত হন এখানকার কংগ্রেস বিধায়ক আসিফ মেহেবুব। আর সেখানেই একদল তৃণমূল সমর্থক তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে সেই কংগ্রেস বিধায়ক বলেন, “পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে, তার প্রভাব এই মাদ্রাসার নির্বাচনেও পড়ল। যেভাবে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করে আমাদের উপর হামলা চালালো তৃণমূল, তা সত্যি দুর্ভাগ্যজনক। যদি পুলিশ এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”

তবে চাচোলের কংগ্রেস বিধায়ক এই গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও তা সম্পূর্ণরূপে অস্বীকার করে দিয়েছে ঘাসফুল শিবির। এদিন এই প্রসঙ্গে চাচোলের তৃণমূলের পর্যবেক্ষক শুভময় বসু বলেন, “এই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে আমাদের জয় নিশ্চিত, আর তা বুঝেই ওখানে অশান্তি ছড়ানোর জন্য গিয়েছিলেন কংগ্রেস বিধায়ক। উনি নাটক করতে গিয়েছিলেন, আর তাই সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে।”

তবে রাজনৈতিক এই দরজার মাঝেও বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, যদি এই স্কুলের পরিচালন সমিতির নির্বাচনেও তৃণমূল বনাম বিরোধীদের সংঘর্ষ জারি থাকে, তাহলে তা রাজনীতিতে বড়ই অশুভ লক্ষণ বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!