এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘মহানায়ক সম্মানকে’ ঘিরে নজরুল মঞ্চে চাঁদের হাট, মুখ্যমন্ত্রীর হাত থেকে এবছর কে কে পেলেন পুরস্কার?

‘মহানায়ক সম্মানকে’ ঘিরে নজরুল মঞ্চে চাঁদের হাট, মুখ্যমন্ত্রীর হাত থেকে এবছর কে কে পেলেন পুরস্কার?


প্রতি বছরের মতো এই বছরেও বাঙালীর শোকের দিন মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন ২৪ শে জুলাই পালন করলো রাজ্য সরকার। নজরুল মঞ্চে রাজ্য সরকার আয়োজিত এদিনের বিশেষ অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপন করা হলো। এই অনুষ্ঠানে রাজ্য সরকাররে তরফ থেকে উপস্থিত ছিলেন স্বয়ং  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই বছর মহানায়ক সম্মান পেলেন অভিনেত্রী অপর্ণা সেন ও অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সেরা পরিচালক এবং সেরা অভিনেতার পুরস্কার গেলো মানসমুকুল পাল, ও আবির চট্টোপাধ্যায়ের ঝুলিতে। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেরা সংগীত পরিচালক মনোনীত হয়েছেন অনুপম রায়। সেরা শিশুশিল্পীর হিসেবে  ‘সহজপাঠের গপ্পো’ সিনেমার অভিনেতা সামিউল আলম ও নূর ইসলাম পুরষ্কৃত হলেন। সেরা চিত্রগ্রাহক হিসেবে পুরষ্কৃত হলেন শীর্ষ রায়।নজরুল মঞ্চে মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ-সহ টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী ও সব নামী দামী কলাকুশলীরা।

যতই নামি দামী নায়কের আবির্ভাব হোক না কেন রুপোলি পর্দায় আজও বাঙালী নায়ক বলতে বোঝেন শুধু তাঁদের রোম্যান্টিক ম্যাটিনি আইডল উত্তম কুমারকেই।  ৩২ বছরের অভিনয় জীবনে ২০৫টি ছবি। প্রত্যেকটি আলাদা রকম ভাবে জনপ্রিয় । শুধু রোম্যান্টিক নায়ক বলেই নয় , রাজনীতি বিদ, বিপ্লবী, খলনায়ক সব চরিত্রেই তিনি দাপটের সাথে অভিনয় করেছেন।  ১৯৮০ সালে ২৪ শে জুলাই টালিগঞ্জের স্টুডিও পাড়ায় এই নক্ষত্রের মহাপতন ঘটে। রাজ্যের শাসন ক্ষমতা তৃণমূল কংগ্রেসের হাতে যাওয়ার পর থেকেই এই দিনটি বিশেষ ভাবে পালন করা হয়। এই বছরেও তার ব্যতিক্রম হলোনা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!