এখন পড়ছেন
হোম > জাতীয় > মহারাজ কি এবার হাতে তুলছেন পদ্মফুল? চূড়ান্ত জল্পনা রাজনৈতিক মহলে

মহারাজ কি এবার হাতে তুলছেন পদ্মফুল? চূড়ান্ত জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের দোড়গোড়ায় এসে দাঁড়িয়ে এখন চোখ সবার বিধানসভা নির্বাচনের দিকে। বাংলার মসনদ দখল করতে এই মুহূর্তে উৎসুক সমস্ত রাজনৈতিক দলগুলি। অন্যদিকে লড়াই কিন্তু জমে উঠেছে বাংলার মাটিতে ইতিমধ্যেই। তৃণমূলের তরফ থেকে মুখ্যমন্ত্রীর মুখ ঠিক হয়ে গেলেও এখনো পর্যন্ত গেরুয়া শিবিরের পক্ষ থেকে সেরকম কোন মুখ্যমন্ত্রীর মুখ পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরেই বাংলার মহারাজ অর্থাৎ ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের গেরুয়া শিবিরে যোগদান ঘিরে জল্পনা চলছিল। সম্প্রতি জল্পনা আরও বেশি উস্কে ওঠে যখন তিনি রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করতে রাজভবনে যান।

তবে সৌরভ জানিয়েছিলেন, সেটি শুধুমাত্র সৌজন্য সাক্ষাতকার। অন্যদিকে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও একই মঞ্চে সৌরভ গাঙ্গুলীকে দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি সৌরভ গাঙ্গুলীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গী বিশেষ মাত্রা পেতে চলেছে? আগামী দিনে কি বাংলায় গেরুয়া শিবিরের হয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন সৌরভ? তবে সৌরভ গাঙ্গুলীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু পুরো ব্যাপারটিতে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কারোর সাথে তিনি কি দেখা করতেও পারবেন না? সম্প্রতি দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নামে একটি স্টেডিয়ামের উদ্বোধন হয়।

আর সেই একই মঞ্চে পাওয়া যায় অমিত শাহ এবং সৌরভ গাঙ্গুলীকে। এছাড়াও ওই মঞ্চে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য বীরেন্দ্র সেহবাগ এবং বিজেপির সাংসদ তথা ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় গৌতম গম্ভীর। এছাড়াও স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরন রিজুজুসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে অমিত শাহ জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলীর উপস্থিত থাকার দরুণ তিনি উপস্থিত হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে। অন্যদিকে গতকাল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সৌরভ গাঙ্গুলীকে বিজেপিতে সাদর আহবান জানান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তার মধ্যে আবার বিজেপি সাংসদ জন বার্লা যে নতুন মন্তব্য করেছেন, তাতে জল্পনা আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। এদিন জন বার্লা জানিয়েছেন, 2021 এর বিধানসভা নির্বাচনে হয়তো সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে গেরুয়া শিবির লড়াইয়ের ময়দানে নামছে। তবে কি হতে চলেছে তা আর কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এখন রাজনৈতিক মহলের সবাই গেরুয়া শিবিরের সৌরভ গাঙ্গুলীকে দেখার নিয়ে যথেষ্ট ঔৎসুক্য প্রকাশ করছেন। গেরুয়া শিবিরে যোগদান নিয়ে অবশ্য সৌরভ গাঙ্গুলী এখনো পর্যন্ত তাঁর কোন রকম প্রতিক্রিয়া জানাননি।

তবে রাজ্যের নির্বাচনি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সৌরভ গাঙ্গুলী হচ্ছেন বাংলার অন্যতম জনপ্রিয় মানুষ। বাঙালিরা তাঁকে দাদা বলে ঘরের ছেলে করে নিয়েছে। আর এই বাংলার দাদাকে যদি বিজেপি একুশের বিধানসভা নির্বাচনের আগে তাঁদের দিকে নিয়ে আসতে সমর্থ হয়, তবে স্বাভাবিক ভাবেই একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সমস্ত হিসেব-নিকেশ উল্টে-পাল্টে যাওয়া খুব একটা অসম্ভব কিছু নয়। আপাতত কি হয় সেদিকে নজর রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!