এখন পড়ছেন
হোম > জাতীয় > মন্ত্রিত্ব না পেয়ে ক্ষোভ জানিয়ে ইস্তফা দেওয়ার ঘোষণা বিধায়কের, অস্বস্তিতে শাসকদল

মন্ত্রিত্ব না পেয়ে ক্ষোভ জানিয়ে ইস্তফা দেওয়ার ঘোষণা বিধায়কের, অস্বস্তিতে শাসকদল

মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটের চমক বোধহয় এখনো শেষ হয়নি। সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুরসী নিয়ে যে নাটকীয় পরিণতি দেখা যায়, তা অনেকটা রুপোলি পর্দার চিত্রনাট্যকেও হার মানায়। এনসিপির অজিত পাওয়ার দল পরিবর্তন করায় এক রাতের মধ্যেই বিজেপি মহারাষ্ট্রের আসন দখল করে। কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ পরিস্থিতির হাল ধরার পর মাত্র আধঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে ইস্তফা দিতে হয়। পরবর্তীতে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন এবং আবারও এন সি পি তে যোগ দিয়ে অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হন। কিন্তু এবার এক অন্য রাজনৈতিক টানাপোড়েনের মুখোমুখি মহারাষ্ট্র মন্ত্রীসভা।

সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মন্ত্রিসভার সম্প্রসারণ সম্পন্ন হয়েছে। আর তারপরেই রাতে মহারাষ্ট্রের বিড জেলা থেকে এনসিপি’র টিকিটে নির্বাচিত বিধায়ক প্রকাশ সোলাঙ্কি বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। কারণ হেতু তিনি নিজেকে রাজনীতির অযোগ্য বলে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, তিনি দলের কোন নেতার প্রতি যে অখুশি নন, সেকথাও জোর দিয়ে বলেছেন। ঘটনা সামনে আসার পরেই জোর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, সোলাঙ্কে মাজালগাঁও থেকে পরপর চারবার বিজয়ী হয়েছিলেন। অন্যদিকে, রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে যে, সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান না পাওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত। যদিও পদত্যাগী বিধায়ক একথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানিয়েছেন, তিনি রাজনীতি থেকে দূরে থাকার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যেই নেতাদের কাছে তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন সোলাঙ্কে। মঙ্গলবার বিকেলে স্পিকারের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র পেশ করবেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে নিজের পদত্যাগকে বিধায়ক কোনোভাবেই মন্ত্রিসভার সম্প্রসারণ এর সাথে জুড়তে রাজি হননি। উল্লেখ্য, গত সোমবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মন্ত্রিসভা সম্প্রসারণ করেন। এবারের মন্ত্রিসভায় 36 জন নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত হন। এই 36 জনের মধ্যে 26 জন হলেন ক্যাবিনেট মন্ত্রী, বাকি 10 জন প্রতিমন্ত্রী। এবারের মন্ত্রিসভায় তিনজন মহিলা সদস্য রয়েছেন, তার মধ্যে দুজন হলেন ক্যাবিনেট মন্ত্রী। 4 জন মুসলিম রয়েছেন যাদের মধ্যে দুজন হলেন এনসিপি’র এবং একজন শিবসেনার। এবং সর্বোপরি এনসিপি’র অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দ্বিতীয়বার।

মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েনের ঘটনা বেশ কিছুদিন আগে সারা দেশবাসী চাক্ষুষ করেছে। রাজনৈতিক নাটকীয়তার ধাক্কায় ক্রমশ উত্তেজনার পারদ চড়েছে। ঠিক এই অবস্থায় সুপ্রিমকোর্ট পুরো ব্যাপারটি হাতে নেয় এবং অবস্থা সামাল দেয়। সেই পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের মন্ত্রিসভার দখল নেয় শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জোট। রাজনৈতিক মহলের একাংশের মতে, মহারাষ্ট্রের রাজনৈতিক নাটকীয়তার পেছনে যিনি সবথেকে বেশি মাথা খাটিয়েছেন, তিনি হলেন এনসিপি’র শরদ পাওয়ার। আপাতত মহারাষ্ট্রের নতুন সংযোজন বিধায়কের ইস্তফা। ঘটনার মোড় কোন দিকে এগোতে চলেছে সেদিকে নজর রাখবে রাজনৈতিক মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!