এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রিয় বন্ধুর ওপিনিয়ন পোল – কি হতে চলেছে মহারাষ্ট্রের ফলাফল? অন্তিম পর্ব

প্রিয় বন্ধুর ওপিনিয়ন পোল – কি হতে চলেছে মহারাষ্ট্রের ফলাফল? অন্তিম পর্ব


আগামী ২১ শে অক্টোবর দেশের অন্যতম বড় রাজ্য মহারাষ্ট্রে হতে চলেছে বিধানসভা সাধারণ নির্বাচন, গণনা হবে আগামী ২৪ শে অক্টোবর। আবার সেখানে বিজেপি-শিবসেনা জোটের গেরুয়া ঝড় নাকি এবার পাশার দান উল্টে দেবে কংগ্রেস-এনসিপি জোট? সেই উত্তরের খোঁজে মহারাষ্ট্রবাসীর পাশাপাশি তুমুল কৌতূহল গোটা দেশেরই। আর আমাদের সমীক্ষক দলও এবার নেমে পড়ল মহারাষ্ট্রের ওপিনিয়ন পোল ও এক্সিট পোল তুলে আনতে।

বাংলায় ২০১৪ থেকেই প্রায় সব নির্বাচনের সমীক্ষা বাস্তবের সঙ্গে মিলিয়ে দেওয়ার পর – আমাদের পাঠকদের অনুরোধে আমরা এবার মহারাষ্ট্র ও হরিয়ানা নিয়ে কাজ শুরু করেছি। প্রথমে চার পর্বে মহারাষ্ট্রের ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে আনব। আর তারপর হরিয়ানার ওপিনিয়ন পোল। পাশাপাশিই, আগামী ২১ তারিখ সন্ধ্যেবেলায় আমরা এই দুই রাজ্যের এক্সিট পোলও আপনাদের সামনে নিয়ে আসব।

আজ মহারাষ্ট্রের ওপিনিয়ন পোলের অন্তিম পর্ব। এখানে আমরা মহারাষ্ট্রের ৩৬ টি জেলার ২৮৮ টি আসনের মধ্যে বাকি ১০ টি জেলার ৭৩ টি আসনের সাম্ভাব্য ফলাফল তুলে ধরা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. আহমেদনগর জেলা
মোট আসন – ১২
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে – বিজেপি – ৫, শিবসেনা – ১, কংগ্রেস – ৩, এনসিপি – ৩
২০১৯ এর সাম্ভাব্য ফল – বিজেপি – ৮, শিবসেনা – ৪

২. বীড় জেলা
মোট আসন – ৬
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে – বিজেপি – ৫, এনসিপি – ১
২০১৯ এর সাম্ভাব্য ফল – বিজেপি – ৫, শিবসেনা – ১

৩. লাটুর জেলা
মোট আসন – ৬
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে – বিজেপি – ২, কংগ্রেস – ৩, নির্দল – ১
২০১৯ এর সাম্ভাব্য ফল – বিজেপি – ৫, শিবসেনা – ১

৪. ওসমানবাদ জেলা
মোট আসন – ৪
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে – শিবসেনা – ১, কংগ্রেস – ১, এনসিপি – ২
২০১৯ এর সাম্ভাব্য ফল – বিজেপি – ১, শিবসেনা – ৩

৫. শোলাপুর জেলা
মোট আসন – ১১
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে – বিজেপি – ২, শিবসেনা – ১, কংগ্রেস – ৩, এনসিপি – ৪, পিডব্লিউপিআই – ১
২০১৯ এর সাম্ভাব্য ফল – বিজেপি – ৪, শিবসেনা – ২, এনসিপি – ৪, পিডব্লিউপিআই – ১

৬. সাতারা জেলা
মোট আসন – ৮
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে – শিবসেনা – ১, কংগ্রেস – ২, এনসিপি – ৫
২০১৯ এর সাম্ভাব্য ফল – বিজেপি – ২, শিবসেনা – ১, কংগ্রেস – ১, এনসিপি – ৪

৭. রত্নগিরি জেলা
মোট আসন – ৫
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে – শিবসেনা – ৩, এনসিপি – ২
২০১৯ এর সাম্ভাব্য ফল – শিবসেনা – ৫

৮. সিন্ধুদুর্গ জেলা
মোট আসন – ৩
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে – শিবসেনা – ২, কংগ্রেস – ১
২০১৯ এর সাম্ভাব্য ফল – বিজেপি – ১, শিবসেনা – ২

৯. কোলাপুর জেলা
মোট আসন – ১০
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে – বিজেপি – ২, শিবসেনা – ৬, এনসিপি – ২
২০১৯ এর সাম্ভাব্য ফল – বিজেপি – ১, শিবসেনা – ৫, কংগ্রেস – ২, এনসিপি – ১, পিডব্লিউপিআই – ১

১০. সাংলি জেলা
মোট আসন – ৮
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে – বিজেপি – ৪, শিবসেনা – ১, কংগ্রেস – ১, এনসিপি – ২
২০১৯ এর সাম্ভাব্য ফল – বিজেপি – ৩, শিবসেনা – ২, কংগ্রেস – ১, এনসিপি – ২

সামগ্রিকভাবে মহারাষ্ট্রের সাম্ভাব্য ফল –
মোট আসন – ২৮৮
প্রকাশিত সমীক্ষা – ২৮৮
বিজেপি – ১৪২
শিবসেনা – ৯০
কংগ্রেস – ২৪
এনসিপি – ২৪
অন্যান্য – ৮

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!